ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৭, ১৪ নভেম্বর ২০১৬

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রবিবার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় স্থানীয় নেতারা বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের বিচার দাবি করে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিলেট ॥ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রবিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির বিমলেন্দু দাশ বিপ্রেশ, বিপ্রেশ গোস্বামী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এনামুল হক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিপ্রজিত তালুকদার এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির অরুনাভ বনিক পলাশ। গাইবান্ধা ॥ সাহেবগঞ্জ ইক্ষু খামারে আদিবাসীদের উচ্ছেদ, লুটপাট, হত্যা এবং নাসিরনগরে ষড়যন্ত্র মূলকভাবে সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দুদের ১৫টি মন্দির ভাংচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে রবিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী পালন করে। ওয়ার্কার্স পার্টি জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং রেলগেটে অধ্যক্ষ মমতাজুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সম্পাদক রেবতী বর্মণ, মোসাদ্দেক আহমেদ বুলবুল, বীরেন সরকার মিন্টু, প্রণব চৌধুরী, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন প্রমুখ। কুড়িগ্রাম ॥ ‘ধর্ম যারযার রাষ্ট্র সবার’ এই সেøাগান সামনে রেখে রাধা মাধব ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপবাদ ও বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক হামলা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয় এ সমাবেশ থেকে। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন অলক সরকার, ছানালাল বকসী, কাজিউল ইসলাম, শ্যামল ভৌমিক, দুলাল বোস, মাধব চন্দ্র দাস, শংকরী ঘোষ, লিটন চক্রবর্তী প্রমুখ। পরে জেলা প্রশাসকের হাতে একটি স্মারক লিপি পেশ করে তাদের প্রতিনিধি দল। নাটোর ॥ নাসিরনগরসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দিরে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জঙ্গীবাদ প্রতিরোধসহ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বড়াইগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার বনপাড়া বাজারে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ ও বনপাড়া পৌরসভার যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মেয়র কেএম জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের সেক্রেটারি জয়ন্ত কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারেক। টঙ্গী ॥ নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগসহ সাম্প্রদায়িক সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে টঙ্গীতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্যপরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু কল্যাণ সংস্থা ও বাংলাদেশ ছাত্রযুব ঐক্যপরিষদের উদ্যোগে রবিবার দুপুরে টঙ্গী বাজার বাটা গেট এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্যপরিষদের সভাপতি ডাঃ সম্বু চরণ মজুদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কর্মকার হৃদয়ের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্যপরিষদের সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস, সাধারণ সম্পাদক সনজিত মল্লিক বাবু, মহিলা কাউন্সিলর রাখী সরকার, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মোহাম্মদ সেলিম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।
×