ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কর্মচারীদের ৬০ বছর পর্যন্ত চাকরির সুবিধা বাস্তবায়ন দাবি

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ নভেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধা কর্মচারীদের ৬০ বছর পর্যন্ত চাকরির সুবিধা বাস্তবায়ন দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের রায় অনুযায়ী মুক্তিযোদ্ধা সনদধারী সরকারী কর্মচারীদের ৬০ বছর পর্যন্ত চাকরির সুবিধা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘৬০ বছর চাকুরির সুবিধা বাস্তবায়ন পরিষদ’ এ দাবি জানায়। পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন। এতে বলা হয়, মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ করেন। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ কর্মকর্তা-কর্মচারীর চাকরির বয়স ২ বছর বাড়ানো হলে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স আরও ২ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাধারণ চাকরিজীবীদের বয়স ২ বছর বাড়ানো হলেও বীর মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের বয়স ২ বছর বাড়ানো হয়নি। এতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরির বয়স না বাড়ানোয় তারা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট আবেদনকারীদের পক্ষে রায় দেয়। সরকার আপীল বিভাগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিভিল পিটিশন ফর লিভ টু আপীল দায়ের করেন উল্লেখ করে তিনি বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত বেঞ্চ মুক্তিযোদ্ধার বয়স বৃদ্ধিজনিত আপীল বিভাগের রায়টি অপরিবর্তিত রাখেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সুপ্রীমকোর্টের রায়টি বাস্তবায়নের লক্ষ্যে ২৪ অক্টোবর ২০১৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন পেশ করাসহ অসংখ্যবার যোগাযোগ করা সত্ত্বেও দেশের সর্বোচ্চ আদালতের এই আদেশটি আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এ সময় বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন রায়টি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে আগামী ২৭ নবেম্বর প্রেসক্লাবের সামনে দাবি বাস্তবায়নে মানববন্ধন ও সেখান থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করারও ঘোষণা দেন।
×