ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ মরক্কো যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ নভেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী আজ মরক্কো যাচ্ছেন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু শীর্ষ সম্মেলন ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’-এর উচ্চ পর্যায়ের দুটি কর্মসূচীতে যোগদানের উদ্দেশে তিনদিনের সফরে আজ সোমবার মরক্কোর পশ্চিমাঞ্চলে দেশটির সাবেক রাজকীয় শহর মারাকেশে যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১৯) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী নিয়ে সকাল ১০টায় মারাকেশের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় মারাকেশের মেনারা বিমানবন্দরে পৌঁছবে। বিমানবন্দরে পৌঁছার পরে প্রধানমন্ত্রীকে মোটরশোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নিয়ে যাওয়া হবে। মরক্কো সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী সেখানে ৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি সম্প্রতি কার্যকর হওয়ায় এবারের জলবায়ু শীর্ষ সম্মেলনের বিশেষ তাৎপর্য রয়েছে। এবারের জলবায়ু শীর্ষ সম্মেলনে ৫৬ রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দিচ্ছেন। এর মধ্যে ৩৭ রাষ্ট্রপ্রধান এবং ১৯ সরকারপ্রধান রয়েছেন। গত বছর প্যারিস চুক্তিতে বাংলাদেশসহ ১৯৭ দেশ স্বাক্ষর করেছিল। এ পর্যন্ত বাংলাদেশসহ ১০৯ দেশ চুক্তিটি অনুসমর্থন করেছে। চুক্তি কার্যকরের ন্যূনতম আবশ্যকীয় শর্তগুলো পূরণ হওয়ায় গত ৪ নবেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’-এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবেলায় কাজের গতি ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন। একইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের দেয়া ভোজসভায় যোগদান করবেন। তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ নবেম্বর দেশে ফিরবেন। মরক্কোর মারাকেশের বাব ইগলিতে ৭ নবেম্বর শুরু হওয়া ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’ হচ্ছে গত বছরের ডিসেম্বরে ‘কপ-২১’-এ ঐতিহাসিক প্যারিস চুক্তি গৃহিত হওয়ার পর এ ধরনের প্রথম সভা। অন্যদিকে, ‘বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬’-এ যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ থেকে ৩০ নবেম্বর হাঙ্গেরি সফর করবেন। ‘ওয়ার্ল্ড ওয়াটার কাউন্সিল’র সহযোগিতায় হাঙ্গেরি সরকার তিনদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করবে।
×