ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জ্বালাও পোড়াও করা রাজনৈতিক দলের সঙ্গে জনগণ থাকতে পারে না ॥ নাসিম

প্রকাশিত: ০৪:১২, ১৩ নভেম্বর ২০১৬

জ্বালাও পোড়াও করা রাজনৈতিক দলের সঙ্গে জনগণ থাকতে পারে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিএনপির মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জ্বালাও পোড়াও করা রাজনৈতিক দলের সঙ্গে জনগণ থাকতে পারে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে। আর এ কারণেই দেশের উন্নয়ন ও শান্তিকামী মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে আছে। তিনি এও বলেন, দেশের উন্নয়নের ধারায় গ্রাম ও শহরের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাংকও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। স্বাস্থ্যমন্ত্রী নাসিম শনিবার বিকেলে কাজীপুর সরকারী মনসুর আলী কলেজের নবনির্মিত সম্প্রসারিত বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদফতর এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করেছে। এর আগে তিনি কাজীপুর উপজেলা অডিটরিয়ামে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার, বীজ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। স্বাস্থ্যমন্ত্রী পরে শিমলা, বাহুকা ও মেঘাই এলাকায় নদীতীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং মেঘাই পর্যটন কেন্দ্র স্থাপনের স্থানও পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, সিভিল সার্জন ডাঃ শেখ মঞ্জুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়াসহ কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাজীপুর সরকারী মনসুর আলী কলেজ মাঠের এই সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম ফরিদ রুমি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী ও শহীদ এম মনসুর আলী বেসরকারী মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম। ্অন্যদের মধ্যে বক্তব্য দেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেরা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা। সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকা-ের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন।
×