ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোড়া সেঞ্চুরিতে ভারতের জবাব

প্রকাশিত: ০৬:১২, ১২ নভেম্বর ২০১৬

জোড়া সেঞ্চুরিতে ভারতের জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ রানের জবাবে রান, সেঞ্চুরির বদলা সেঞ্চুরিতেÑ রাজকোটে চলছে ব্যাটসম্যানদের রাজত্ব। তিনদিনে পাঁচ সেঞ্চুরি, সব মিলিয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের লড়াইটা হয়তো ড্রয়ের দিকেই এগোচ্ছে। সফরকারী ইংল্যান্ডের ৫৩৭ রান তাড়া করা ভারত শুক্রবার তৃতীয়দিন শেষে ৪ উইকেটে তুলে নিয়েছে ৩১৯ রান। ফলোঅন এড়াতে স্বাগতিকদের চাই আর মাত্র ১৯ রান। ২৬ রান নিয়ে ক্রিজে অধিনায়ক বিরাট কোহলি, চতুর্থদিনে আজ তার সঙ্গী হবেন ডেপুটি অজিঙ্কা রাহানে। ইংলিশদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জো রুট (১২৪), মঈন আলি (১১৭) আর বেন স্টোকস (১২৮)। জবাবে দারুণ ব্যাটিংয়ে ভারতকে রেসে ফিরিয়েছেন দুই টেস্ট স্পেশালিস্ট মুরলি বিজয় (১২৬) ও চেতেশ্বর পূজারা (১২৪)। ইংরেজদের পর অভিষিক্ত রাজকোটের বাইশগজে ‘দাদাগিরি’ ভারতীয় ব্যাটসম্যানদের। দারুণ জবাব দেয়ার পরও কোহলিদের কষ্ট দিনের একেবারে শেষ মুহূর্তে এসে ৪ বলের ব্যবধানে ২ উইকেট হারান। নইলে স্বাগতিকদের হাসিটা আরও বড় হতে পারত। প্রথম ইনিংসে এখনও ইংলিশদের চেয়ে ২১৮ রানে পিছিয়ে তারা। শেষ বেলার দুই পতন বাদ দিলে দিনের পুরোটা সময় ভারতীয় ব্যাটসম্যানরা সফরকারী বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। পরিষ্কার করে বললে পূজারা-বিজয়। রানের জবাব দু’জনে উইলোর মাধ্যমেই দিয়েছেন। দ্বিতীয় উইকেটে ২০৯ রানের দারুণ জুটিতে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেছিলেন। এর মধ্য দিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের মাত্র পঞ্চম জুটিতে ২০০০-এর ওপরে রান সংগ্রহ করেন পূজারা ও বিজয়। দুই সেঞ্চুরিয়ানকে ফিরিয়ে দিতে পেরেই হয়তো ইংল্যান্ড কিছুটা স্বস্তিতে। দিনের শুরুতে অবশ্য গৌতম গাম্ভীরকে (২৯) হারিয়ে ধাক্কা খায় ভারত। ১ রান নিয়ে শুরু করেছিলেন দীর্ঘদিন পর ফেরা এই তারকা ওপেনার। গাম্ভীরের ওই আউটে দলে মোটেই প্রভাব পড়েনি। সেটাও পূজারা-বিজয়ের কারণে। ক্যারিবীয় সফরে রান পাননি। অনেক সমালোচনা ছিল। এদিন ব্যাট হাতে নেমে দারুণভাবে জবাব দিয়েছেন পূজারা। শুরু থেকেই দুর্দান্ত সব শট খেলে প্রতিপক্ষ বোলারদের মনোবল ভেঙ্গে দিয়েছেন তিনি। ১৬৯ বলে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নিতে হাঁকিয়েছেন ১৫টি চার। ব্যক্তিগত ১২৪-এ ফেরার আগে চার মেরেছেন আরও ২টি। অপর প্রান্তে বিজয় ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। ক্ল্যাসিক্যাল ব্যাটিং করেছেন। যখন সুযোগ পেয়েছেন তখন আবার ঠিকই বল সীমানার বাইরে পাঠিয়েছেন। চা বিরতির পর সিøপের পাশ দিয়ে মারা চারে যখন তিন অঙ্কে (১০০) পৌঁছান ততক্ষণে ২৫৪ বল খেলে ফেলেছেন। শেষ পর্যন্ত ৩০১ বলে ১২৬ রান করে আদিল রশিদের বলে আউট হওয়ার আগে সেই তিনি আবার মেরেছেন ৯ চার ও ৪ ছক্কা!! এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামা অমিত মিশ্র (০) খেলতে পেরেছেন মোটে ২ বল। আউট হয়েছেন প্রতিপক্ষ স্পিনার জাফর আনসারির শিকার হয়ে। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ৫৩৭/১০ (১৫৯.৩ ওভার; স্টোকস ১২৮, রুট ১২৪, মঈন ১১৭, বেয়ারস্টো ৪৬, আনসারি ৩২, হামিদ ৩১, কুক ২১; জাদেজা ৩/৮৬, শামি ২/৬৫, অশ্বিন ২/১৬৭, যাদব ২/১১২, মিশ্র ১/৯৮)। ভারত প্রথম ইনিংস ৩১৯/৪ (১০৮.৩ ওভার; বিজয় ১২৬, পূজারা ১২৪, কোহলি ২৬*, গাম্ভীর ২৯; স্টোকস ১/৩৯, ব্রড ১/৫৪)। ** তৃতীয়দিন শেষে
×