ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জুনিয়র টেনিসের ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:১২, ১২ নভেম্বর ২০১৬

জুনিয়র টেনিসের  ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে’ শুক্রবারের বালিকা এককের সেমিফাইনালে ভারতের কাশইয়াপ তানিশা ৬-২, ৬-৪ গেমে স্বদেশী মুসকান গুপ্তাকে এবং চীনের জিংগি ওয়াং ৬-২, ৬-১ গেমে স্বদেশী জিয়াওউই হুকে হারিয়ে; বালক এককের সেমিফাইনালে ভারতের রিসাব শারদা ৭-৬, ৬-৩ গেমে স্বদেশী মৃত্যুঞ্জয় বাদোলাকে এবং দক্ষিণ কোরিয়ার চ্যাং ওক পার্ক ৬-৩, ২-৬, ৬-৩ গেমে ভারতের সাচ্চি শর্মাকে হারিয়ে; বালিকা দ্বৈতের সেমিতে যুক্তরাষ্ট্রের ক্যাটি লাফ্রান্স-দক্ষিণ কোরিয়ার জি মিন পার্ক জুটি ৬-১, ৪-৬, ১০-৭ গেমে ভারতের মুসকান গুপ্তা-কাশইয়াপ তানিশা জুটিকে এবং চীনের চে ইউ জিয়াও-ইয়াং জিং জুটি ৬-১, ৬-২ গেমে ভারতের সারা মেনেজেস-মালবিকা শুক্লা জুটিকে হারিয়ে; বালক দ্বৈতের সেমিতে দক্ষিণ কোরিয়ার দায়েহান কিম-জনঘুন লি জুটি ৭-৬, ৬-৩ গেমে ভারতের রোহিত কৃষ্ণা আয়নামপুরি-যুক্তরাষ্ট্রের নিকিট রেডি জুটিকে এবং ভারতের গুঞ্জন যাদব-সাচ্চিত শর্মা জুটি ৭-৬, ৬-৪ গেমে দক্ষিণ কোরিয়ার কি বুম কিম-চ্যান উ পার্ক জুটিকে হারিয়ে ফাইনালে উন্নীত হন।
×