ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় নিষিদ্ধ হচ্ছে লিঙ্কড ইন

প্রকাশিত: ০৫:৫৭, ১২ নভেম্বর ২০১৬

রাশিয়ায় নিষিদ্ধ হচ্ছে লিঙ্কড ইন

সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কড ইন এবার নিষিদ্ধ হচ্ছে রাশিয়ায়। জানা গেছে, এই নিয়ে মস্কো আদালতে গত অগস্ট মাসে একটি আপীল করেছিল দেশটির অনলাইন রেগুলেটররা? তাদের আবেদন মেনেই এই ওয়েবসাইটকে বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত? অনলাইন রেগুলেটরের মনিটর জানিয়েছে, বহুদিন ধরেই লিঙ্কড ইন রাশিয়ার আইনকে অমান্য করছিল? এমনকি এই ওয়েবসাইটে থাকা জনগণের গোপন তথ্য আর গোপন থাকছিল না বলেও অভিযোগ আনা হয়েছে? রুশ আইন অনুযায়ী যে কোন সোশ্যাল মিডিয়াকে ব্যবহারকারী সম্পর্কে তথ্য গোপন রাখতে হবে? লিঙ্কড ইন সেটা করেনি? যদিও লিঙ্কড ইনের পক্ষ থেকে জানান হয়, আদালতের এই পদক্ষেপের জন্য রাশিয়ার বহু লিঙ্কড ইন ব্যবহারকারী এই ওয়েববসাইট ব্যবহার থেকে বঞ্চিত হবে? -দ্য টেলিগ্রাফ
×