ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দলের মধ্যে বিশৃঙ্খলা বরদাশ্ত করা হবে না ॥ কুমিল্লায় ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৫:৫১, ১২ নভেম্বর ২০১৬

দলের মধ্যে বিশৃঙ্খলা বরদাশ্ত করা হবে না ॥ কুমিল্লায় ওবায়দুল কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি, ১১ নবেম্বর ॥ আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা বরদাশ্ত করা হবে না। তিনি বলেন, সামনে আওয়ামী লীগকে নির্বাচনের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় দেশরতœ শেখ হাসিনা আমার ওপর যে দায়িত্বভার অর্পণ করেছেন তার মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি আপনারা দোয়া করবেন। আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ হোন, দলে অন্তর্কলহ সৃষ্টি করবেন না। কোন জায়গায় সমস্যা হলে আমরা বসে সমাধান করব। দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সড়ক পথে এই প্রথম ঢাকা থেকে নোয়াখালী তার নির্বাচনী এলাকায় যাওয়ার সময় কুমিল্লার পথে পথে বিপুলসংখ্যক নেতাকর্মীর সংবর্ধনার জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। কুমিল্লা জেলায় প্রবেশ পথে দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, কালাকচুয়া, সৈয়দপুর, আলেখারচর, কোটবাড়ী, গুডলাক সিএনজি স্টেশন, পদুয়ার বাজার বিশ্ব রোড, চৌদ্দগ্রামের মিয়ার বাজারসহ কমপক্ষে ১২-১৩টি পয়েন্টে রাস্তার পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মিয়ার বাজারে হোটেল হাইওয়ে ইন ও পদুয়ার বাজার বিশ্বরোডে হোটেল নূরজাহান চত্বরে আয়োজিত সংবর্ধনায় ওবায়দুল কাদের বলেন, নেত্রীর মেসেজ হলো দল করতে হলে দলের ভেতর নিয়মকানুন মেনে চলতে হবে। যারা চলবেন না তাদের দলে থাকার কোন অধিকার নেই। দলকে ঐক্যবদ্ধ করার জন্য গ্রামে গ্রামে যান, উঠান বৈঠক করুন, নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতির জন্য নেত্রীর অহ্বান মেনে চলুন। এ সময় কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা ও মহানগরসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দাউদকান্দিতে এক পথসভায় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল হিসেবে এর নেতাকর্মী অনেক। তাই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বরদাশ্ত করা হবে না। শুক্রবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ সহসভাপতি অধ্যক্ষ হুমায়ন মাহমুদ, রুহুল আমিন, আব্দুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকার, যুগ্মসাধারণ সম্পাদক ও বাফুফের সহসভাপতি বাদল রায়, শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী ও মহিলা সম্পাদিকা পারুল আক্তার। উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন শিকদার, বিল্লালুর রশিদ দোলন, শাহজালাল, ছালাউদ্দিন রিপন প্রমুখ।
×