ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সমস্যায় জর্জরিত মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত: ০৪:২৯, ১২ নভেম্বর ২০১৬

সমস্যায় জর্জরিত মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ মহাদেবপুর উপজেলা সদরের ৫০ শয্যাবিশিষ্ট সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত হয়ে চিকিৎসা সেবার এখন বেহাল দশা সেখানে। ডাক্তার স্বল্পতা, এ্যাম্বুলেন্স বিকলসহ নানা সঙ্কটে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। গত ২০০৬ সালে এ হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নিœত করার প্রায় ১০ বছর অতিক্রম করলেও হাসপাতালের একমাত্র দৃশ্যমান ভবনটি ছাড়া অন্যান্য সব কিছু রয়েছে কাগজে কলমে আবদ্ধ। হাসপাতালে ৩১ ডাক্তারের মধ্যে বর্তমানে রয়েছেন ৯ জন এবং ২৫ জন নার্সের মধ্যে রয়েছে ১৩ জন। আর কত বছর যাবত এ হাসপাতালের একমাত্র এ্যাম্বলেন্সটি ক্যাম্পাসে পড়ে আছে, সেই তথ্যও নেই সংশ্লিøষ্ট কর্তৃপক্ষের কাছে। হাসপাতালের একটি সূত্র জানায়, উপজেলার প্রায় ৫ লাখ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যার এ হাসপাতালে একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, একজন আবাসিক মেডিক্যাল অফিসার, একজন গাইনি বিশেজ্ঞ সার্জন মেডিক্যাল অফিসার, একজন হাড় বিশেজ্ঞ মেডিক্যাল অফিসার, একজন দন্ত বিশেজ্ঞ মেডিক্যাল অফিসার, একজন অজ্ঞান বিশেজ্ঞ মেডিক্যাল অফিসার এবং ৫ জন মেডিসিন বিশেজ্ঞসহ ৩১ জন ডাক্তার ও ২৫ জন নার্স নিয়োগের সরকারী নিতিমালা দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। সরকারী এ হাসপাতালে এ নিতিমালা বাস্তবায়ন না হওয়ায় উপজেলাবাসী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত।
×