ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিজিবি-বিএসএফ বৈঠক

হত্যা বন্ধ ও পাচার রোধে ঐকমত্য

প্রকাশিত: ০৪:২৬, ১২ নভেম্বর ২০১৬

হত্যা বন্ধ ও পাচার  রোধে ঐকমত্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বকচর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠক থেকে অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ, সীমান্তে হত্যা-নির্যাতন বন্ধ ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ঐকমত্য হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রাজশাহী ব্যাটালিয়নের অধীনে বকচর পোস্টের সীমান্ত পিলার ৩৪/১-এস থেকে ৭৫ গজ ভারতের অভ্যন্তরে আটরশিয়া বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১০ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান, পিএসপি এবং বিএসএফের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪ ব্যাটালিয়ন বিএসএফের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী স্মরণ দেব। রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, বৈঠকে অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ করা, সীমান্ত হত্যা-নির্যাতন বন্ধ করা এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয় যেমন- সীমান্তে গুলিবর্ষণ না করা, চোরাচালান ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি সম্পর্কে সৌহার্দপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়।
×