ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে পাচারের সময় দুই নারী উদ্ধার

প্রকাশিত: ০৪:২৪, ১২ নভেম্বর ২০১৬

ভারতে পাচারের সময় দুই নারী উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বেশি বেতনে চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচারকালে দুই নারীকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরতলীর চাঁচড়া চেকপোস্ট থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে। তবে পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি। উদ্ধার নারীরা যশোর আদালতে জবানবন্দী দিয়েছে। উদ্ধারকৃতরা হলেন, চট্টগ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী খাদিজা খাতুন ও সীতাকু-ের মৃত জহুরুল হকের মেয়ে শাহিদা আক্তার। পুলিশ জানায়, ঢাকার সবুজবাগ থানার বাসাবো বৌদ্ধ মন্দির এলাকার আহমেদবাগের আব্দুল কাদের ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নন্দলালপুর এলাকার তোফাজ্জেল হোসেন বাবলু পাচারকারী দলের সক্রিয় সদস্য। পাশাপাশি উদ্ধার খাদিজা খাতুনের স্বামী ইব্রাহিম হোসেনের পূর্ব পরিচিত। তারা খাদিজাকে জানায়, অস্ট্রেলিয়ায় বেশি বেতনে ভাল ভিসার মাধ্যমে চাকরি দিতে পারবেন। তাদের কথায় বিশ্বাস করে চুক্তি হয়। তারা অস্ট্রেলিয়ায় বাসাবাড়িতে গৃহকর্মীর কাজে ভিসার ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দেয়। ওই দু’জন ছাড়াও ঢাকার হাজিরবাগ থানার তল্লারবাগ এলাকার কাশেম মিয়া ও তার বোন ইভার সঙ্গেহ এ বিষয়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আসামিদের খাদিজা খাতুন ও শাহিদা আক্তার পাসপোর্ট ও ভিসাসহ চার লাখ টাকা দেয়। গত ২ সেপ্টেম্বর কাশেম মিয়া ও তার বোন ইভাকে দুই লাখ টাকা অগ্রিম দেয়া হয়। এ সময় আসামিরা জানায়, পাসপোর্ট ও ভিসা রেডি হলে তাদের খবর দেবে। পাসপোর্ট ও ভিসা রেডি হয়ে গেছে বলে ৭ নবেম্বর আসামিরা চট্টগ্রামে নারীদের খবর দেয়। ওই রাতেই ঢাকায় আসে। এ সময় তাদের বলা হয়, তাদের যশোর এয়ারপোর্টের মাধ্যমে বিদেশ যেতে হবে। ১০ নবেম্বর রাত আটটার দিকে তাদের যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্টে তাহের ও রাজুর হাতে তুলে দেয়া হয়। এ সময় খাদিজা ও শাহিদা জানতে পারেন তাদের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে। তারা কান্নাকাটি শুরু করেন। অবস্থা বেগতিক দেখে তাহের ও রাজু কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে তাদের সোপর্দ করে। খবর পেয়ে খাদিজার স্বামী ইব্রাহিম হোসেন যশোরে আসেন।
×