ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেনেভা ক্যাম্পে অভিযান ॥ সংঘর্ষ, গুলি গ্রেফতার ৬

প্রকাশিত: ০৮:৩৮, ১১ নভেম্বর ২০১৬

জেনেভা ক্যাম্পে অভিযান ॥ সংঘর্ষ, গুলি গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে উর্দুভাষী অবাঙালীদের জেনেভা ক্যাম্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানকালে ব্যাপক সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ছয় শ’ ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে চার হাজার টাকাসহ ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অনেকেই বিক্রির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন ক্যাম্পের চেয়ারম্যান এসকে গোলাম জিলানী। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মহানগরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা জনকণ্ঠকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালান। অভিযানে ফয়সাল, মজিবুর রহমান চৌধুরী, নিয়াজ, আলমগীর, মাহবুব ও ওমর নামে ছয় জনকে গ্রেফতার হয়। গ্রেফতারের পর মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে বাসাবাড়িতে অভিযানের নামে বাড়িঘরে তছনছ করা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেয়। এ সময় ক্যাম্পের বাসিন্দারা তাদের অবরোধ করে ফেলে। ক্যাম্পের বাসিন্দারা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। শেষ পর্যন্ত তাদের সঙ্গে থাকা অন্তত পঞ্চাশ এপিবিএন (আর্মড ফোর্সেস ব্যাটালিয়ন) ও দশ পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পঞ্চাশ জন মিলে তাদের প্রতিরোধের চেষ্টা করে। শেষ পর্যন্ত এপিবিএন ৬ রাউন্ড গুলি চালালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইশতিয়াক ও নাদিম ওরফে ফসিসের নেতৃত্বে ক্যাম্পের মাদক ব্যবসা নিয়ন্ত্রিত হয়। এ ব্যাপারে ক্যাম্পের চেয়ারম্যান এসকে গোলামী জিলানী জনকণ্ঠকে বলেন, যারা গ্রেফতার হয়েছে তাদের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয় বলে তিনি জানতে পেরেছেন। এছাড়া অভিযানের সময় নির্বিচারে অনেকের বাড়ি তল্লাশির নামে তছনছ করা হয়েছে। অভিযানের বিষয়টি থানা পুলিশ জানে না। ছেলেমেয়েদের গায়ে হাত দেয়া ও মারধর করায় সূত্র ধরে ঘটনাটি ঘটে।
×