ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫৭, ১১ নভেম্বর ২০১৬

ঝলক

টুইটারে হিট টেরেসা মের শাড়ি ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে তার ভারত সফরের প্রথম দিন শাড়ি পরেন। সোনালি ও সবুজ রঙের শাড়ি পরে তিনি ৮ নবেম্বর ব্যাঙ্গালুরুর সোমেশ্বরী মন্দির পরিদর্শন করেন। তার শাড়ি পরা ছবিগুলো টুইটারে আলোড়ন সৃষ্টি করেছে। টুইটারে ছবিগুলো ব্যাপক আকারে শেয়ার করা হচ্ছে। ভারতীয়দের এই পোশাকে টেরেসা মেকে চমৎকার দেখাচ্ছে। ছবিগুলোতে দেখা যায়, টেরেসা মে মন্দিরের পুরোহিতের পাশে দাঁড়িয়ে আছেন এবং তিনি দেবতা শিবের পূজা করছেন। পরে তাকে ভারতীয়দের পক্ষ থেকে বেশ কিছু উপহার দেয়া হয়। এগুলোর মধ্যে ছিল ‘বাগিনা’ শাড়ি। টেরেসা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ইউরোপের বাইরে এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর। ব্যাঙ্গালুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ঘুরে দেখেন, যেখানে ভারতীয় প্রযুক্তি কর্মীরা এয়ারবাসের জন্য যন্ত্রাংশ তৈরি করে থাকে। একটি প্রাইমারী স্কুলে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ভারতের বিমানবাহিনীর ফ্লাই পাস্ট দেখেন। তেরেসা মের সঙ্গে মধ্যহ্নভোজের সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতে চান, কেমন হয়েছে রান্না। তেরেসা মে জবাব দেন, রান্না খুবই ভাল। এখানকার ‘কুক’ আসাধারণ। মোদি পাল্টা হেসে বলেন, আমার ধারণা, ইংল্যান্ডের ক্রিকেট টিমের সঙ্গেই আসল কুক এসেছে। -এনডিটিভি সবচেয়ে বড় হাঙ্গর অস্ট্রেলিয়ার পার্থের দুই জেলে গত সপ্তাহান্তে জেরাল্ডটন সৈকতের অদূরে মাছ ধরছিলেন। এ সময় তাদের বড়শিতে ধরা পড়ে ৩ দশমিক ৮৫ মিটার দৈর্ঘ্যরে বিশাল হ্যামারহেড হাঙ্গর। তবে হাঙ্গরটিকে তীরে আনতে এবং এর মাপ নিতে জেমি ডেনিস ও মিচেল পামারকে সন্ধ্যা পর্যন্ত ৯০ মিনিট লড়াই করতে হয়। তারা সম্ভবত বেসরকারীভাবে বিশ্বরেকর্ড ভেঙ্গেছেন। তারা দু’জন বিশাল এই হাঙ্গরের সঙ্গে ছবি তুলে তাদের ফেসবুক পেজ ‘ফ্রন্টলাইন ফিশিং’য়ে পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়, ডেনিস হাঙ্গরের মুখ আলগা করে এর ধারালো দাঁত দেখাচ্ছেন। আর পামার বিয়ারের বোতল নিয়ে হাঙ্গরের সঙ্গে মজা করছেন। তারা হাঙ্গরটির দৈর্ঘের পরিমাপ নিয়ে এবং আরও কয়েকটি ছবি তুলে এটিকে ছেড়ে দেন এবং দৃষ্টির অগোচরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা এটির পিছু পিছু ছুটতে থাকেন। ডেনিস দৈনিক জেরাল্ডটন গার্ডিয়ানকে বলেন, মার্কিন প্রতিষ্ঠান এক্সট্রিমব্রেইডের ধারণা, এই হাঙ্গর দৈর্ঘ্যরে ক্ষেত্রে বেসরকারীভাবে বিশ্বরেকর্ড। হাঙ্গর নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানায়, জশ এমারসন ৩ দশমিক ৬৮ মিটার দৈর্ঘের একটি হ্যামারহেড হাঙ্গর ধরেছিলেন। যেটি ছিল বিশ্ব রেকর্ড। ২০০৮ সালের এপ্রিলে ফ্লোরিডার জেনসেন সৈকতের অদূরে এটি ধরা পড়ে। -ডেইলি মেইল
×