ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণকালে ভূমি কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৪:২৪, ১১ নভেম্বর ২০১৬

ঘুষ গ্রহণকালে ভূমি কর্মকর্তা আটক

নিজস্ব সংবাদদাতা, ভূঞাপুর, ১০ নবেম্বর ॥ টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি কার্যালয়ে গোবিন্দাসী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনছার আলীকে ঘুষ গ্রহণ কালে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল তাকে আটক করে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার জানান, স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল ভূঞাপুর ভূমি অফিসে হানা দেয়। এ সময় ৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে গোবিন্দাসী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনছার আলীকে আটক করা হয়। তিনি আরও বলেন, অভিযোগকারী তার পৈত্রিক সম্পত্তি নামজারি (খারিজ) করতে সরকারী ফি জমা দিলেও তা সুরাহা করতে পারছিলেন না। দীর্ঘদিন ধরে আনসার আলীর মাধ্যমে তিনি হয়রানির শিকার হন। এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে ভূমি সহকারী কর্মকর্তা আনছার আলী দশ হাজার টাকা ঘুষ দাবি করেন। তা ছাড়া কাজ হবে না বলে জানিয়ে দেন। পাঁচ হাজার টাকায় রফা করা হয়। বৃহস্পতিবার ঘুষ প্রদানের দিন ধার্য করা হলে দুদকের একটি দল ওঁৎ পেতে থেকে তাকে আটক করা হয়। সিলেটে বাসচাপায় জেডিসি পরীক্ষার্থী নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ওসমানীনগরে বাসচাপায় সাব্বির আহমদ (১৪) নামের এক জেডিসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সিলেট-ঢাকা মহাসড়কের কদমতলায় সোনালী ব্যাংকের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাব্বির উপজেলার তাজপুর ইউপির মোল্লাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে ও মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী। বিক্ষুব্ধ মাদ্রাসাছাত্র ও স্থানীয় জনতা দুর্ঘটনাকবলিত বাসটি ভাংচুর করে এবং সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। বেড়ায় ভিক্ষুক সংবাদদাতা বেড়া, পাবনা থেকে জানান, ঢাকা-পাবনা মহাসড়কে বেড়া উপজেলার কাশীনাথপুরে বৃহস্পতিবার সকালে বাসচাপায় এক বৃদ্ধ ভিক্ষুক (৬৫) মারা গেছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। শিশু ছাত্রী ধর্ষণের শিকার ॥ লম্পট শিক্ষক নিরুদ্দেশ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে লম্পট মাদ্রসাশিক্ষক চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ করেছে। লোকলজ্জায় ওই ছাত্রী ঘর থেকেই বের হচ্ছে না। বিচারের দাবিতে ওই শিশুর মা মাদ্রাসা সুপারের কাছে ধর্ণা দিয়ে চলছে। মাদ্রাসার পরিচালক হাফেজ ছালামত উল্লাহ ওই শিক্ষক রুহুল আমিনকে না পেয়ে বুধবার বিকেলে তার পিতাকে ডেকে আনেন। চার দিনের ভেতর ছেলেকে (লম্পট শিক্ষক) হাজির করার শর্তে বাড়ি ফিরে যান ধর্ষকের পিতা। বিষয়টি এলাকায় প্রচার হলে প্রতিবাদের ঝড় ওঠে। তবে ন্যক্কারজনক এ ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি চক্র। কক্সবাজার শহরতলীর লিংক রাড মুহুরিপাড়া মাশরাফিয়া মাদ্রাসার ছাত্রী (১০) গত সোমবার লম্পট রুহুল আমিন নামে শিক্ষকের হাতে ধর্ষণের শিকার হয়। বগুড়ায় হত্যার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ শেরপুর উপজেলার মুরগি ব্যবসায়ী আল মাসুদ হত্যা মামলায় নুরুল ইসলাম জায়দার ও মোস্তফা কামাল নামে দু’ব্যক্তির মৃত্যুণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করে। জানা যায়, শেরপুর উপজেলার কাফুরা পূর্বপাড়ার মাসুদ মুরগি ব্যবসা করত। ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। ২ দিন পর একই এলাকার জিয়াউর রহমানের সেফটিক ট্যাংকের ভিতরে তার লাশ পাওয়া যায়।
×