ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশের পথে জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৬:২০, ১০ নভেম্বর ২০১৬

হোয়াইটওয়াশের পথে জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে শ্রীলঙ্কার কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের পথে জিম্বাবুইয়ে। দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ৪৯১ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৭ রানেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। বুধবার চতুর্থদিন তৃতীয় সেশনে এ রিপোর্ট লেখার সময় শন উইলিয়ামস ৩০ ও ক্রেইগ অরভিন ১৪ রান নিয়ে ব্যাট করছিলেন। প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় তারা। শ্রীলঙ্কা ৫০৪/১০ ও ২৫৮/৯ ডিক্লেঃ। একই ভেন্যু হারারেতে প্রথম টেস্টে বড় জয় পায় রঙ্গনা হেরাথের নেতৃত্বাধীন লঙ্কান শিবির। ৪ উইকেটে ১০২ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা এদিন ৫ উইকেট হারিয়ে আরও ১৫৬ রান যোগ করে। ৮ চারের সাহায্যে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার দিমুথ করুণারতেœ। ৮ চার ও ১ ছক্কায় মাত্র ৬৯ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন সাত নম্বর ব্যাটসম্যান কুশল পেরেরা। ১৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন সুরাঙ্গা লাকমল। এছাড়া আসেলা গুনারতেœ ৩৯ ও উপুল থারাঙ্গার ১৭ উল্লেখ্য। জিম্বাবুইয়ের হয়ে অধিনায়ক গ্রেয়ামে ক্রেমার ৪ ও পেসার কার্ল মুম্বা নেন ৩টি করে উইকেট। প্রথম ইনিংসে হেরাথ দারুণ এক কীর্তি গড়েন। স্বদেশী গ্রেট মুত্তিয়া মুরলিধরন ও প্রোটিয়া ডেল স্টেইনের পর মাত্র তৃতীয় বোলার হিসেবে সবকটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেন ৩৮ বছর বয়সী লঙ্কান অফস্পিনার। ক্যারিয়ারে ২৭ বারের মতো পাঁচ শিকারে নাম লেখান অভিজাত ক্লাবে। প্রি-কোয়ার্টারে প্রীতির হার, ক্যাটির জয় আইটিএফ জুনিয়র টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে’ বুধবারের খেলায় বালিকা এককে আসরের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের ক্যাটি লাফ্রান্স ৪-৬, ৬-৪, ৬-২ গেমে ভারতের রমেশ ঋদ্ধিকে, ভারতের মুসকান গুপ্তা ৬-২, ৬-১ গেমে চীনের ইয়ান জিংকে, কোরিয়ার পার্ক জি মিন ৬-২, ৬-৪ গেমে স্বদেশী চ্যা ইউজিয়াওকে, ভারতের কেশপ তানিশা ৬-৩, ৬-২ গেমে চীনের লি জিংগেলকে, চীনের হুজিয়াওউই ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের আফরানা ইসলাম প্রীতিকে, ভারতের হার্শা চ্যালা ৬-২, ৬-২ গেমে কোরিয়ার সিম হায়ানকে, চীনের ওয়াং জিংগেল ৬-২ ৬-১ গেমে ভারতের গৌরিকে এবং জাপানের রুনা ইচি নোজ ৬-৩ ৬-১ গেমে যুক্তরাষ্ট্রের আনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। বালক এককে ভারতের জাদেভ গুঞ্জন সাচ্চি শর্মা, শ্রীবাস্তব করন, রিসাভ শারদা, বাদোলা, কোরিয়ার পার্ক চ্যাং, সিন জাং হু, কিম কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। হকি লীগে ভিক্টোরিয়া-ফরাশগঞ্জের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগে বড় জয় কুড়িয়ে নিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বুধবারের খেলায় ভিক্টোরিয়া ১২-০ গোলে বর্ণক সমাজকে হারায়। বিজয়ী দলের হয়ে তিনটি গোল করেন শুভ। জোড়া গোল করেন সোহাগ, রেদওয়ান ও সাগর। ১টি করে গোল করেন লিখন, শাওন ও আসিফ। অপর ম্যাচে শিশু-কিশোর সংঘকে ৭-০ গোলে হারায় ফরাশগঞ্জ। বিজয়ী দলের বন্ধন এবং শাওন জোড়া গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন সুমন, এনামুল এবং সাইমন। আন্তঃজেলা মহিলা জুডো স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী শুক্র ও শনিবার আন্তঃজেলা জুডো (মহিলা) প্রতিযোগিতা ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার প্রায় ১০০ জুডোকা অংশ নেবেন।
×