ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে মিয়ানমারের বিমান বাহিনী প্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৪:২৩, ১০ নভেম্বর ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে মিয়ানমারের বিমান বাহিনী প্রধানের সাক্ষাত

মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান জেনারেল খিন আউং মিয়ন্ত বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বৈঠকে বলেন, বাংলাদেশ উন্নতমানের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এবং বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণে মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর জন্য অনেক সুযোগ রয়েছে এবং মিয়ানমার এই সুযোগ কাজে লাগাতে পারে। তিনি বলেন, এতে দু’দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি দু’দেশের উচ্চপর্যায়ের প্রতিরক্ষা কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রতিনিধি দল নাসিরনগর যাচ্ছে আজ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, প্রতিমা ভাংচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নাসিরনগর যাচ্ছে। নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাহ্্উদ্দিন। -বিজ্ঞপ্তি চার পুলিশের ১০ বছর করে কারাদ- কোর্ট রিপোর্টার ॥ একটি ডাকাতির মামলায় আর্মস পুলিশ ব্যাটালিয়নের চার পুলিশ সদস্য এবং এক সাংবাদিকের ১০ বছরের জেল হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান বুধবার এ রায় ঘোষণা করেন। দ-িতরা হলেন আর্মস ফোর্স ব্যাটালিয়নের কনস্টেবল রাজা বাবু ও আশিকুল ইসলাম, এএসআই শাহ আলম ও আমিনুল ইসলাম এবং সাপ্তাহিক মতপ্রকাশের সাংবাদিক পাভেল মাহমুদ। রায়ে প্রতি আসামির ১০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদ- দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাজমুল হাসান নামে এক আসামি বেকসুর খালাস পান। মামলায় বলা হয়, বাদী সাইফুল ইসলামের মামা শাহিন সিঙ্গাপুর থেকে দুটি মোবাইল সেট এবং ১০ গ্রাম স্বর্ণালঙ্কার পাঠিয়েছিলেন। বাদী শাহজালাল বিমানবন্দর থেকে এগুলো নিয়ে গত ১৭ সেপ্টেম্বর বাদী রাত ৯টার দিকে বিমানবন্দর রেলস্টেশন পার্কিংয়ে এলে আসামিরা ছিনিয়ে নেয়। এছাড়া তার ড্রাইভার শাহ আলমকে মারধর করে গাড়িতে থাকা ২ লাখ ২০ হাজার টাকাও নিয়ে যায়। পরে আসামিদের কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। আসামিরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দীও প্রদান করেন।
×