ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী আজ

প্রকাশিত: ০৪:০১, ১০ নভেম্বর ২০১৬

রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী আজ

নিরঞ্জন পাল, মির্জাপুর ॥ আজ বৃহস্পতিবার দানবীর রণদা প্রসাদ সাহার ১২০তম জন্মজয়ন্তী। দিবসটি উপলক্ষে মির্জাপুর এলাকাবাসী, কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রভাত ফেরি, রণদার প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান, প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভারতেশ্বরী হোমসের মেয়ের ডিসপ্লে প্রদর্শন। রণদার জন্মজয়ন্তী উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে বিকেল ৩টায় রণদা নাটমন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ঢাকা নটরডেম কলেজের অধ্যক্ষ রেভারেন্ট ফাদার হেমন্ত রোজারিও। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রণদা প্রসাদ সাহার পৌত্র কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এছাড়া সকাল ৬টায় মির্জাপুর গ্রামবাসী কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসের পক্ষ থেকে প্রভাত ফেরি বের করা হবে। প্রভাত ফেরি শেষে রণদার প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা হবে বলে জন্মজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক শিব পদ ঘোষ জানিয়েছেন। এছাড়া কুমুদিনী হাসপাতলে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি জানিয়েছেন। দানবীর রণদা প্রসাদ সাহা (আর পি সাহা) ১৮৯৬ সালে উত্থান একাদশীতে অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার নিভৃত গ্রাম মির্জাপুরে একটি দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্র প্রসাদ সাহা ও মাতার নাম কুমুদিনী দেবী। অনুদানের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ নবেম্বর : বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম ফাতেমা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহবুবুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা বেগম ও সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শেখ মাহেনুল হক উপস্থিত ছিলেন। হুইলচেয়ার বিতরণ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৯ নবেম্বর ॥ বুধবার সান্তাহারে ৬ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি) তহবিল থেকে কেনা হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক টুলু, ইউপি সদস্য সেলিম খান, মোস্তাফিুর রহমান তালুকদার, শিপলু খান ও এমদাদুল হক ইনু প্রমুখ।
×