ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিদায়ী সংবাদ সম্মেলনে বিজিবি ডিজি আজিজ আহমেদ

সীমান্ত হত্যা শূন্যে আনতে দেশে গরু উৎপাদনের বিকল্প নেই

প্রকাশিত: ০৫:৪৯, ৯ নভেম্বর ২০১৬

সীমান্ত হত্যা শূন্যে আনতে দেশে গরু উৎপাদনের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনতে দেশে গরু উৎপাদনের বিকল্প নেই। এজন্য দেশে প্রচুর গরুর খামার করা জরুরী। এ খাতে প্রয়োজনে সরকারের সহযোগিতা করা দরকার। পাশাপাশি সীমান্ত জেলায় অতিদরিদ্র মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরী। তাদের স্বল্প সুদে বিজিবির সীমান্ত ব্যাংক থেকে ঋণ দেয়ার প্রস্তাব করা হয়েছে। যাতে তারা কর্মমুখী হয়ে চোরাচালানের পথ ছেড়ে দেয়। গরু চোরাচালান বন্ধ, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং টহলের জন্য রাস্তা নির্মাণ করা সম্ভব হলে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নেমে আসবে। যদিও ফেলানী হত্যার বিষয়টি ভিন্ন। ফেলানী হত্যার বিচার এখনও শেষ হয়নি। মঙ্গলবার পিলখানায় এক সংবাদ সম্মেলনে বিজিবির বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল (লে. জেনারেল হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আজিজ আহমেদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার বিজিবির আমূল পরিবর্তন করে দিয়েছে। বাহিনী আরও শক্তিশালী হচ্ছে। বিজিবির জন্য প্রায় চারশ’ কোটি টাকা ব্যয়ে দুটো হেলিকপ্টার কেনা হচ্ছে। এতে করে দুর্গম সীমান্তে টহল, সেখানে দায়িত্বরতদেও চিকিৎসাসহ নানা সুবিধা দেয়া সম্ভব হবে। বিজিবির সর্বনিম্ন পদ থেকে সুবেদার মেজর পর্যন্ত মূল বেতনের শতকরা ৩০ ভাগ বৃদ্ধি, অগ্রিম বেতনসহ ২ মাসের বাৎসরিক ছুটি, রেশন, সৈনিকদের থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। সৈনিকদের জন্য দুইশ ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। তিন কক্ষ বিশিষ্ট এসব ফ্ল্যাটের ভাড়া ধরা হয়েছে মাসিক দুই হাজার টাকা। আর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ৪০টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যেই চারটি রিজিওয়ন ও সমপরিমাণ সেক্টর সদর ও ১৫টি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। দুর্গম বিওপিগুলোতে দায়িত্বরত বিজিবি সদস্যদের প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। ৪৭৯ কিলোমিটার অরক্ষিত সীমান্তে ৫৫টি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) নির্মাণ করা হয়েছে। চোরাচালানের বিষয়ে তিনি বলেন, বিজিবির সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। পারস্পারিক সম্পর্ক আরও জোরদার এবং নিয়মিত তথ্য আদান প্রদান হচ্ছে। বিজিবিই প্রথম ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে কোন ভারতীয় ব্যবসায়ীর অতিরিক্ত ফেনসিডিল মজুদের উদ্দেশ্য অসৎ হতে পারে বলে বুঝাতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় ইদানীং ভারত সরকার অতিরিক্ত পরিমাণ ফেনসিডিল মজুদকারীদের আইনের আওতায় আনছে। যা আগে হতো না। কারণ ভারতে ফেনসিডিল ওষুধ হিসেবে পরিচিত এবং বৈধ। সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, অনেক সন্ত্রাসী বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে চলে যাচ্ছে। অথচ ধরা যাচ্ছে না। তারা নাম পরিবর্তন করে পালায়। এর অন্যতম কারণ পাসপোর্টধারীর আঙ্গুলের ছাপ পরীক্ষা করার সুযোগ না থাকা। আঙ্গুলের ছাপ পরীক্ষার সুযোগ থাকলে ওই ব্যক্তির প্রকৃত নাম কি তা জানা সম্ভব হতো। এতে করে সন্ত্রাসীরা আর পালাতে পারত না। খুলনায় বিজিবি-বিএসএফ সম্মেলন ॥ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস থেকে জানান, অবৈধভাবে সীমান্তে পারাপার ও মানবপাচার বন্ধে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলার লক্ষ্যে অরক্ষিত সীমান্তে বিজিবি ও বিএসএফের যৌথ পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত এলাকায় অবাঞ্ছিত লোকের প্রবেশ নিষেধ এবং মাদকপাচার বন্ধে সীমান্তে বেঁড়া নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে বিজিবির রংপুর ও যশোর এবং বিএসএফের সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ার পর্যায়ে দিনব্যাপী অনুষ্ঠিত সপ্তম সীমান্ত সম্মেলনে যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। সন্ধ্যায় এ সম্মেলন সমাপ্ত হয়। সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক শাহরীয়ার আহমেদ চেীধুরী এনডিসি পিএসসির নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং আইজি বিএসএফ শ্রী কে এন চোবে, আইপিএসের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ গ্রহণ করে।
×