ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিপুল উৎসাহে ভোট॥ জরিপে হিলারি এগিয়ে

প্রকাশিত: ০৫:৩৭, ৯ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে বিপুল উৎসাহে ভোট॥ জরিপে হিলারি এগিয়ে

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন ইতিহাসে সবচেয়ে তিক্ত প্রচার শেষে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে মঙ্গলবার ভোট দিয়েছেন দেশটির জনগণ। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, নাকি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন হোয়াইট হাউসে যাচ্ছেন- সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে এবার। যুক্তরাষ্ট্রে পূর্ব ও পশ্চিম প্রান্তে সময়ের ব্যবধান তিন ঘণ্টা। ফলে পূর্ব উপকূলে ভোটগ্রহণ শুরু হয় গ্রিনিচ মান সময় ১১টায় আর পশ্চিম উপকূলে ভোটগ্রহণ শুরু হয় তিন ঘণ্টা পর। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে উৎসাহী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অনেককে ভোট দিতে হয়েছে। ভোটকর্মীরাও এবারের নির্বাচন সামাল দিতে বেশ হিমশিম খান। ভোটকেন্দ্রগুলো বন্ধ হবে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে (বাংলাদেশ সময় বুধবার ভোর ছয়টা)। তবে আইওয়া ও নেভাডায় ভোট চলবে রাত ১০টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল নয়টা)। সর্বশেষ জরিপে ডেমোক্র্যাট প্রার্থী হিলারির জয়ের সম্ভাবনা ৯০ ভাগ বলে আভাস মিলেছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন, বিবিসি, এএফপি ও ফক্স নিউজের। হিলারি মঙ্গলবার সকালেই তার নিজ অঙ্গরাজ্য নিউইয়র্কে বাড়ির কাছে একটি কেন্দ্রে ভোট দেন। এ সময় তিনি হাসিমুখে বলেন, ‘আমি খুবই খুশি। আমি অবিশ্বাস্যভাবে খুশি।’ এরপর ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে তার বাড়ির কাছে একটি কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভোটদানে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, আমরা দেখব কী ঘটে। তবে খুবই ভাল মনে হচ্ছে। এখন যে অবস্থা তা খুবই ভাল। এটা হবে খুবই মজার। আপনাদের ধন্যবাদ। ট্রাম্পের রানিংমেট ইন্ডিয়ানার গবর্নর মাইক পেন্স তার বাসভবনের কাছেই একটি কেন্দ্রে ভোট দেন। ভোট দেয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কারেন ও মেয়ে শার্লট। নিজের কেন্দ্র কোন্টি তা স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে হয়েছে তাকে। মনোনয়ন দৌড়ে হিলারির মূল প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস দুপুরে ভোট দেন হিলারিকে। ভোট দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আশা করছি আজ আমরা ডোনাল্ড ট্রাম্পকে হারাব এবং ভালভাবেই হারাব। ভোট দিয়ে ট্রাম্পপুত্র এরিক ট্রাম্পের টুইট- বাবাকে ভোট দিতে পারা আমার জন্য বিশাল সম্মানের। ভোটের সকালে ট্রাম্পের প্রথম টুইট- আজ আমরা আবার যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠ আসনে নেব! এদিকে বিভিন্ন এলাকায় রিপাবলিকান পার্টির কর্মী-সমর্থকরা ভোটারদের ভয় দেখান বলে খবর পাওয়া যায়। ভোটগ্রহণ শুরুর আগে শেষ মুহূর্তে ডেমোক্র্যাটদের তরফ থেকে রিপাবলিকানদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ভীতি প্রদর্শনের অভিযোগ দায়ের করা হয়। মেইনের গবর্নর পল লিপেজের বিরুদ্ধে কলেজছাত্রদের ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। রিপাবলিকান এ গবর্নর বলেন, মঙ্গলবারের নির্বাচনে যারা ভোট দিচ্ছে তারা অঙ্গরাজ্যের আইন মানছে কি-না তা নিশ্চিত হতে তদন্ত করা হবে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রায় চার কোটি ৬০ লাখ ভোটার ডাকযোগে বা ভোটকেন্দ্রে গিয়ে আগাম ভোট দিয়েছেন। হিস্পানিক ভোটাররা বিপুলসংখ্যায় ভোট দেন, যা হিলারি ক্লিনটনের পক্ষে গেছে বলে মনে করা হচ্ছে। ভোটের গতিচিত্রে হিলারির ভাল সম্ভাবনা দেখছেন ফার্স্টলেডি মিশেল ওবামা। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টায়) ফল প্রকাশ শুরু হবে। এদিকে যথাযথভাবে কাজ না করায় ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টিতে দুই ভোটকর্মীকে বরখাস্ত করা হয়েছে। রুশ দূতবাস দাবি করে, ভোটকেন্দ্র থেকে দূরে থাকতে রাশিয়ার কূটনীতিকদের নির্দেশ দেয় এফবিআই। প্রচারাভিযানের সময় হিলারি শিবির থেকে অভিযোগ করা হয়েছিল, ট্রাম্পকে জেতাতে রাশিয়া নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে। জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, হিলারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে বিশ্বে নেতৃত্বে লিঙ্গ সমতায় একধাপ অগ্রগতি আসবে। উটাহর ওয়াশিংটন কাউন্টিতে ভোটগ্রহণ বন্ধ ॥ উটাহ অঙ্গরাজ্যের ওয়াশিংটন কাউন্টিতে ভোটগ্রহণ শুরু হয়নি। কাউন্টির ৩৭ ভোটকেন্দ্রের সবগুলো ভোটিং মেশিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় সেখানে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি। উটাহর নির্বাচন পরিচালক মার্ক টমাস বলেন, পুরো কাউন্টির সবগুলো ভোটিং মেশিনে প্রোগ্রামিং সমস্যা দেখা দিয়েছে। দিনের শেষভাগের মধ্যেই তারা সমস্যার সমাধান করতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন। যদি সমস্যার সমাধান না হয় তবে কাগজের ব্যালটে ভোটগ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তারা প্রস্তুত আছেন বলেও জানান তিনি। পাঁচ রাজ্যে ভোটের হার প্রকাশ ॥ নির্বাচনে পাঁচ রাজ্যের ভোটের হার প্রকাশ করা হয়েছে। রাজ্যগুলো হলো- কলোরাডো, ভার্জিনিয়া, জর্জিয়া, ওহাইও এবং উইসকনসিন। এতে দেখা গেছে, জর্জিয়ায় আগাম ভোটের হার ইতিহাসের সর্বোচ্চ। বাকিগুলোতেও ভাল ভোট পড়েছে বলে জানা গেছে। হিলারির জয়ের সম্ভাবনা ৯০ ভাগ ॥ নির্বাচন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগের এক জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ বলে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের করা জাতীয় এ জরিপটি সোমবার প্রকাশিত হয়। জরিপে দেখা গেছে, এ নির্বাচনে ট্রাম্প বাজিমাত করতে পারবেন কি-না তা নির্ভর করছে ছয় অথবা সাতটি অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোট কী পরিমাণ পড়ছে তার ওপর। জরিপ বলছে, পপুলার ভোটের ৪৫ শতাংশ হিলারি এবং ৪২ শতাংশ ট্রাম্প পাবেন। ইলেক্টোরাল কলেজে হিলারি ৩০৩ ভোট ও ট্রাম্প ২৩৫ ভোট পাওয়ার পথে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ইলেক্টোরাল কলেজে ২৭০ ভোট পেতে হবে। ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা, ওহাইও এবং পেনসিলভানিয়ার ফলের ওপর। রবিবার জরিপ শেষ হওয়া পর্যন্ত হিলারি পেনসিলভানিয়ায় কিছুটা এগিয়ে থাকলেও অন্য অঙ্গরাজ্যগুলোতে দুই প্রার্থীর পক্ষে প্রায় সমান সমান সমর্থন লক্ষ্য করা গেছে। নির্বাচনে জয়ী হতে হলে ট্রাম্পকে এ অঙ্গরাজ্যগুলোর অধিকাংশটিতেই জিততে হবে। নিউ হ্যাম্পশায়ারে মধ্যরাতের ভোটে ট্রাম্প এগিয়ে ॥ নিউ হ্যাম্পশায়ারের ছোট তিন শহরে মধ্যরাতের ভোটে হিলারির চেয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। ইউএসএ টুডের এক খবরে এমনটাই বলা হয়। তিনটি শহর হলোÑ ডিক্সভিলি নচ, হার্টস লোকেশন ও মিলসফিল্ড। তিন শহরে মোট ভোটার এক শ’ জনের কম। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৩২ আর হিলারি পেয়েছেন ২৫ ভোট। কানাডা সীমান্ত থেকে ১০ মাইল দক্ষিণে ডিক্সভিল নচে ১৯৪৮ সাল থেকে অন্যান্য রাজ্য থেকে আলাদা সময়ে ভোট দেয়ার ইতিহাস রয়েছে। ১৯৫২ সালে ভোট দেয়ার সময়টি একবার পরিবর্তন করা হয়। ১৯৬৪ সাল থেকে তারা আবার নির্বাচনের দিন রাত ১২টা ১ মিনিটে ভোট দিয়ে আসছেন। মহাকাশ থেকে ভোট প্রদান ॥ সারা দুনিয়া থেকে মার্কিনীরা ভোট দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে। এবার দুনিয়ার বাইরে থেকে ভোট দিলেন মার্কিন নভোচারী শেন কিমব্রাউ। তিনি কক্ষপথে ভাসতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তার ভোট পাঠিয়ে দেন। মধ্য অক্টোবর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। তার সঙ্গে আছেন দুই রুশ নভোচারী। জিতবেন ট্রাম্প- বলছে জ্যোতিষী চাণক্য ॥ নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার চাণক্য নামে এক জ্যোতিষী মাছ বলেছে, জয়ী হবেন ট্রাম্প। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভারতের চেন্নাইয়ে মশা ও ম্যালেরিয়া নিয়ে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানে ওই জ্যোতিষী মাছ চাণক্য ট্রাম্পের জয়ের বিষয়েই ভবিষ্যদ্বাণী করেছে। এ কারণে অনেকেই ওই মাছকে ‘পলিটিক্যাল প-িত’ হিসেবে ডাকছে। প্রতিবেদনে বলা হয়, একটি এ্যাকুরিয়ামে পানির ভেতর হিলারি ও ট্রাম্পের দুটি ছবি রেখে মাছটিকে বেছে নিতে বলা হয়। চাণক্য ট্রাম্পের ছবিটি বেছে নেয়। সম্প্রতি ‘গেতা’ নামে চীনের এক জ্যোতিষী বানর ভবিষ্যদ্বাণী করেছিল, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই জয়ী হবেন। সংখ্যায় যুক্তরাষ্ট্রের নির্বাচন ॥ ১৮ বছর বয়সী প্রত্যেক মার্কিন নাগরিকই ভোট দিতে পারেন, তবে এজন্য আগে থেকেই নিবন্ধন করতে হয়। যুক্তরাষ্ট্রে এখন প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা প্রায় ২২ কোটি। এবার ৫০টি অঙ্গরাজ্যের প্রায় ১৪ কোটি ৬০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেন। জিততে হলে কোন প্রার্থীকে ইলেক্টোরাল কলেজ ভোটের অর্ধেকের চেয়ে বেশি ভোট, অর্থাৎ অন্তত ২৭০ ভোট পেতে হবে। দুটি বাদে ৪৮টি অঙ্গরাজ্যে বিজয়ী প্রার্থী সবগুলো ইলেক্টোরাল ভোটের মালিক হবেন, যে নিয়মকে ‘উইনার টেক অল’ বলা হয়। মেইনে ও নেব্রাস্কায় এ নিয়ম খাটবে না। প্রতি ১০ বছর পরপর জনসংখ্যা বিচারে রাজ্যগুলোর ইলেক্টোরাল ভোটের সংখ্যা ঠিক হয়। ২০০৪ সালে ফ্লোরিডায় ইলেক্টোরালের সংখ্যা ছিল ২৭, জনসংখ্যা বাড়ায় এবার সেখানে ইলেক্টোরালের সংখ্যা ২৯। জনসংখ্যা যাই হোক না কেন, প্রতি রাজ্য ন্যূনতম তিনজন ইলেক্টোরাল পাবে। রাজ্যের বাইরে একমাত্র ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার তিনজন ইলেক্টোরাল থাকবে। এবারের নির্বাচনে ২৫-এর অধিক প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন। যদিও হিলারি আর ট্রাম্প ছাড়া কারও নামই সবগুলো রাজ্যের ব্যালটে ছিল না। ভোটে নির্বাচিত ইলেক্টোরাল কলেজ ভোটাররা মিলিত হবেন ১৯ ডিসেম্বর। সেদিন আনুষ্ঠানিক ভোটে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। ৬ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও সিনেটের প্রেসিডেন্ট জো বাইডেন। ২০ জানুয়ারি শপথ নেবেন চার বছরের জন্য নির্বাচিত নতুন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারের জন্য হিলারির উত্তোলিত অর্থের পরিমাণ এক বিলিয়ন ডলারের উপরে, খরচও কম করেননি তিনি- প্রায় ৯শ’ মিলিয়ন ডলার। ট্রাম্প তুলেছেন হিলারির অর্ধেক- ৫১২ মিলিয়ন, খরচ করেছেন ৪৩০ মিলিয়ন ডলার। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ২১৫টি গণমাধ্যম হিলারিকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে। এ দৌড়ে ট্রাম্পের অবস্থান বেশ পেছনে। মাত্র ৮টি গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প তাদের পছন্দের প্রার্থী। হিলারি ও ট্রাম্পের আহ্বান ॥ হিলারি ক্লিনটন ভোট শুরুর মধ্যেই টুইটারে এক বার্তায় বলেন, ‘আজ আপনি পার্থক্য গড়ে তুলতে পারেন। এজন্য কেন্দ্রে যান, গো ভোট। আমরা সেতুবন্ধ গড়ে তুলতে চাই, কোন দেয়াল নয়। এজন্য বেরিয়ে পড়ুন এবং ভালবাসা ছড়িয়ে দিন, ঘৃণা ট্রাম্পের জন্য।’ সোমবার মধ্যরাতের পর ট্রাম্প মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে শেষ সমাবেশ করেন। সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমেরিকার খেটে খাওয়া মানুষ আজ ঘুরে দাঁড়িয়েছে।’ ফ্লোরিডায় এক সামবেশে ট্রাম্প বলেন, তাকে ভোট দিয়ে একটি দুর্নীতিবাজ রাজনৈতিক চক্রকে প্রত্যাখ্যানের এটিই শেষ সুযোগ।
×