ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৫, ৯ নভেম্বর ২০১৬

টুকরো খবর

বন্দুকযুদ্ধে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন ওরফে বোমারু বিল্লাল (৩৫) নামের এক ডাকাত ও তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার রাত ২টার দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মুক্তেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ২ রাউন্ড গুলি, চারটি বোমা ও একটি ধারালো ছোরা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, নিহত বিল্লাল ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে চিহ্নিত ডাকাত ও চরমপন্থি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী। বন্দুক যুদ্ধের সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ফুলতলা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, সোমবার রাত ২টার দিকে এক দল ডাকাত মুক্তেশ্বরী গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে একটি শক্তিশালী হাত বোমা নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ডাকাতদলও গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৮ নবেম্বর ॥ গুলিবিদ্ধ অবস্থায় মাইনুদ্দিন মানিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সোমবার গভীর রাতে সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশের গুলিতে ওই যুবক আহত হয়েছে। গুরতির অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ নবেম্বর ॥ বাগাতিপাড়ায় যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শওকত আলী (৩৮) নামের এক অটোচালক আহত হওয়ার ঘটনায় এবং সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইজিবাইক চালক ও মালিক সমিতি। মঙ্গলবার সকালে উপজেলার বিহারকোল মোড়া বাজারে মানববন্ধন করে তারা। পরে এক বিক্ষোভ মিছিল বের করে ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ইজিবাইক সমিতির সভাপতি ইছাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য দেনÑ নাটোর জেলা ইজিবাইক সমিতির সাংগাঠনিক সম্পাদক জীবন আলী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল সরকারসহ অন্যরা। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বারইপাড়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে অটোচালক শওকত আলীকে হত্যার চেষ্টা চালিয়ে ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। রাবি শিক্ষক রেজাউল হত্যায় চার্জশীট গৃহীত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় জেএমবি জঙ্গীদের অভিযুক্ত করে দাখিলকৃত চার্জশীট গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক জাহিদুল ইসলাম এ চার্জশীট গ্রহণ করেন বলে জানিয়েছেন রাজশাহী কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাশেম। এর আগে হত্যা মামলার ছয় মাস পর গত রবিবার দুপুরে আট জেএমবি সদস্যকে অভিযুক্ত করে ড. রেজাউল হত্যা মামলার চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। অভিযুক্তদের মধ্যে জেএমবি সদস্য খাইরুল ইসলাম বাধন, নজরুল ওরফে বাইক হাসান ও ওসমান জঙ্গীবিরোধী অভিযানে নিহত হয়। বাকি পাঁচজনের মধ্যে রাবির ইংরেজী বিভাগের ছাত্র শরিফুল ইসলাম পলাতক। তাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। অপর আসামি মাসকাওয়াত আবদুল্লাহ, রিপন, আব্দুস সাত্তার ও রহমতুল্লাহ কারাগারে আছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় বাসার কাছে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে জঙ্গীরা। অস্ত্রসহ গ্রেফতার এক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ নবেম্বর ॥ একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ আব্দুল মজিদ নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কান্দিভিটুয়া বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মজিদ শহরের কান্দিভিটুয়া এলাকার আব্দুল মতিনের ছেলে। সদর থানা পুলিশ কান্দিভিটুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখানে অবস্থানরত আব্দুল মজিদকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। শিয়ালের কামড়ে আহত সাত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ হোয়াইক্যং লম্বাবিল এলাকায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে কাজে বের হলে পার্শ¦বর্তী পাহাড় থেকে একটি শিয়াল এসে ছোটাছুটি করে। এ সময় যখন যাকে যেভাবে পেয়েছে, কামড় দিয়ে তাদের আহত করে। আহতরা হলোÑ ইসমাইল, আরফান, সুলতান আহম্মদ, শিশু সিরাজউদ্দৌলা ও সাবিনা আক্তার। পরে স্থানীয়দের পিটুনিতে শিয়ালটি মারা যায়। মুন্সীগঞ্জে ১০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ মণ নিষিদ্ধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। মঙ্গলবার সকালে এমভি প্রিন্স রাসেল নামের ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে এই জাটকা জব্দ করা হয়। এসব তথ্য দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ছালমা আক্তার জানান, এ সময় মাছের মালিক না পাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জাটকাগুলো পরে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। দেড় হাজার ইয়াবাসহ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ র‌্যাব-১৪ মঙ্গলবার ভোরে শহরের সেহরা মুন্সিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫৭৫ ইয়াবাসহ হুমায়ুন কবীর বাবুকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১২ হাজার ৩০০ টাকা ও দুটি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব। মৃত আব্দুল কদ্দুসের ছেলে বাবুকে সেহরা মুন্সিবাড়ি এলাকার ৭১/২ নম্বর বাসার সামনের রাস্তার থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বাবুকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুকন্যা হত্যায় বাবা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ নবেম্বর ॥ বন্দরে ১৪ মাসের শিশুকন্যা নুসরাত জাহান নুরী হত্যা মামলার আসামি পিতা নাজমুলকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকা-ের ৪০ দিন পর সোমবার রাতে কাঁচপুর এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত নাজমুল মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের শাহজালাল মিয়ার ছেলে। বাবার আঘাতে আহত শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ নবেম্বর ॥ সোনারগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে ১০ মাসের শিশু সন্তান শহিদকে আঘাত করার দুই দিন পর সোমবার রাতে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাতে ওই শিশুর লাশ দাফনের সময় পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশ ওই শিশু বাবা আল-ইসলামকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মঙ্গলেরগাঁও দুর্গাপ্রসাদ গ্রামে। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে শিশুর মা থানায় অভিযোগ দিয়েছে বলে ওসি (তদন্ত) জানায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও দুর্গাপ্রসাদ গ্রামের আব্দুল মতিনের বাড়ির ভাড়াটিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামের বাসিন্দা আল ইসলাম শনিবার তার স্ত্রী গোলাপী বেগমের সঙ্গে পারিবারিক কলহ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে আল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার ১০ মাস বয়সী শিশু সন্তান শহিদ আঘাত করে। পরে আহত শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে দুই দিন চিকিৎসার পর শিশুটি সোমবার রাতে মারা যায়। জালে ৫২ কেজি ওজনের বাঘাইর সংবাদদাতা, বেড়া, পাবনা, ৮ নবেম্বর ॥ বেড়া উপজেলার কাশীনাথপুর বাজারে মঙ্গলবার ৫২ কেজি ওজনের বাঘাইর মাছ বিক্রির জন্য আনা হয়। স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন ৭৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছ ব্যবসায়ী ইসমাইল জানান, মঙ্গলবার সকালে নগরবাড়ি এলাকায় যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। ইসমাইল হোসেন জেলেদের কাছ থেকে ৩৯ হাজার টাকা দিয়ে সেটি কিনে নেন এবং কাশীনাথপুর বাজারে বিক্রির জন্য আনেন। তিনি আরও বলেন, এত বড় মাছ আগে কখনও দেখিনি। তাই অনেকটা শখেরবশেই আমি মাছটি কিনেছি। এ দিকে বাজারে মাছটি আনার পরে সেটি দেখার জন্য শত শত মানুষের ভিড় জমে। শ্রীপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৪ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে বনের জায়গায় স্থাপনা করতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হাতে বন বিট কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। বৈরাগীরচালা উত্তরপাড়া গ্রামে বনের খাস জমি দখল করে রাতে বাড়ি নির্মাণের কাজ করছে স্থানীয় শুক্কুর আলীর ছেলে জহিরুল ইসলাম। মঙ্গলবার বন বিভাগের লোকজন ওই জায়গা উদ্ধার করতে যায়। এ সময় জহিরুল ইসলামের লোকজন লাঠিসোটা নিয়ে বন বিভাগের লোকজনের ওপর হামলা ও মারধর করে। এ ব্যাপারে জহিরুল ইসলাম জানান, গত প্রায় দুই যুগ ধরে তিনি ওই জায়গায় বসবাস করছেন। বাংলা ১৪২২ সন পর্যন্ত জমির খাজনা পরিশোধ রয়েছে। জমিতে একটি নড়বড়ে খুঁটি মজবুত করার সময় বন বিভাগের লোকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এ সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। ৩ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ নবেম্বর ॥ সোনারগাঁয়ে প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। মঙ্গলবার দুপুরে উপজেলার সাহাপুর ও চান্দেরকীর্তি এলাকায় এ অভিযান চলে। সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেবায়েত হায়াত শিপলু ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোনারগাঁ অঞ্চলের উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উদ্ভবগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপহৃত শিশু উদ্ধার ॥ আটক তিন সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৮ নবেম্বর ॥ শিশু অপহরণের ৭২ ঘণ্টার মধ্যে তিন অপহরণকারীসহ অপহৃত শিশুকে উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ জেলা সদরের আঞ্জুমান হোটেল থেকে শিশু তানভীর আহমদকে (৬) উদ্ধার করা হয়। জানা যায়, মাধবপুর উপজেলার ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র তানভীর আহমদ গত ৫ নবেম্বর স্কুলে যাওয়ার সময় অপহরণ করে তার মামাত ভাই মোশাহিতসহ তিন জনের একটি অপহরণকারী দল। পরে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামি ও অপহৃত শিশু তানভীরকে নিয়ে পুলিশ সুপার জয়কুমার ভদ্র কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূইয়া, সহকারী পুলিশ সুপার সুদ্বীপ রায়, সহকারী পুলিশ সুপার দক্ষিণ রাসেলুর রহমান প্রমুখ। স্কুলশিক্ষিকা হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ নবেম্বর ॥ স্কুলশিক্ষিকা আতিয়া জাহান মৌ হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়। কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেÑ আরিফুল ইসলাম আরিফ, আরিফাত জান্নাত ইভা, রিয়ান আহমদ জয়, সামিয়া তাহমিন মুন প্রমুখ। পরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাসের নিকট হস্তান্তর করে। অটোবাইক ছিনতাই ॥ চালকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ নবেম্বর ॥ সদর উপজেলার ছিলারচর এলাকা থেকে সোমবার রাতে নেশা জাতীয় খাবার খাইয়ে অটোবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত চালক ঠান্ডু সরদার (৫০) মঙ্গলবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে মারা গেছে। জানা গেছে, শহরের দরগা শরিফ এলাকার ঠান্ডু সরদার (৫০) সোমবার বিকেলে অটোবাইক নিয়ে বের হন। রাতে ছিলারচর বাজার থেকে মাদারীপুর ফেরার পথে যাত্রীবেশে ছিনতাইকারীরা নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চালককে রাস্তার পাশে ফেলে রেখে অটোবাইক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে স্থানীয়রা চালক ঠান্ডু সরদারকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সদর উপজেলার ঝাউদী গ্রামের মৃত জালাল উদ্দিন সরদারের ছেলে।
×