ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জলঢাকায় পরীক্ষা নেয়া হচ্ছে প্যান্ডেল টাঙ্গিয়ে

প্রকাশিত: ০৪:১০, ৯ নভেম্বর ২০১৬

জলঢাকায় পরীক্ষা নেয়া হচ্ছে প্যান্ডেল টাঙ্গিয়ে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দূর থেকে দেখলে মনে হতে পারে বিয়ে বাড়ির অনুষ্ঠান বা সভা-সমাবেশের চিত্র। কিন্তু বাস্তবে তা নয়। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় অস্থায়ী প্যান্ডেল তৈরি করে জেএসসি পরীক্ষা নেয়া হচ্ছে নীলফামারীর জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। আর এতে দুর্ভোগ পোহাচ্ছে প্যান্ডেলের ভিতরে প্রায় সাড়ে চার শ’ জেএসসি পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে রোদে অসুস্থ হয়ে পড়ছে পরীক্ষার্থীসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কক্ষ পরিদর্শকগণ। জানা যায়, জলঢাকা উপজেলার পাঁচটি কেন্দ্রের মধ্যে একটিতে জেডিসি এবং অপর চারটি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলোর মধ্যে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে এক হাজার ৬৬১ পরীক্ষার্থী। এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে প্যান্ডেল টানানো হয়। সোমবার ইসলাম ও হিন্দু ধর্ম বিষয় পরীক্ষা চলাকালে প্যান্ডেলের ভিতরে দায়িত্বরত কক্ষ পরিদর্শক ফরিদা প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষার্থী সাখাওয়াত হোসেন ও সামিউল জানায়, ঢেউটিন ও পলেস্টার কাপড়ের প্যান্ডেলে রোদের তাপে পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে। অপর পরীক্ষার্র্থী হাফিজা, জান্নাতি, মাহামুদা জানায়, রোদের তাপে টিন ও কাপড়ের গরমে ঘাম ঝরে গা ভিজে লিখতে সমস্যা হয়। তারা আরও জানায়, আমাদের অনেক সহপাঠী এরই মধ্যে অসুস্থ হয়েছে। হামদর্দ ভার্সিটি প্রতিনিধি দলের ভারত সফর সম্প্রতি হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন বিভাগের ডিন ও হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ডাঃ একে আজাদ খানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল জামেয়া হামদর্দ (হামদর্দ বিশ^বিদ্যালয়), ভারত পরিদর্শন করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব স্ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী গোলাম রহমান এবং হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বোর্ড অব স্ট্রাস্টিজের সদস্য লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব)। পরিদর্শনকালে প্রতিনিধি দল জামেয়া হামদর্দের উপাচার্য প্রফেসর ড. সাইয়্যেদ ই. হাসনাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। -বিজ্ঞপ্তি
×