ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গলাচিপা ও রাঙ্গাবালীর ২৬ মৎস্যজীবী সাতদিন নিখোঁজ

প্রকাশিত: ০৪:০৯, ৯ নভেম্বর ২০১৬

গলাচিপা ও রাঙ্গাবালীর ২৬ মৎস্যজীবী সাতদিন নিখোঁজ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ২৬ জেলেসহ দুটি ট্রলার ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের কোন সন্ধান মেলেনি। ইলিশ শিকারে গিয়ে বঙ্গোপসাগর থেকে তারা নিখোঁজ হন। পরিবারের লোকজন তাদের নিজেদের উদ্যোগে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত ৩ নবেম্বর গলাচিপার দক্ষিণ পানপট্টি গ্রামের ট্রলার মালিক সৈয়দ হাওলাদার ১৬ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে যান। একইদিন রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাজীকান্দা গ্রামের জেলে দাদন হাওলাদার তার ট্রলারে ৯ জেলেকে সাগরে পাঠান। কিন্তু এরপর থেকে এ সব জেলে ট্রলারসহ নিখোঁজ রয়েছেন। জেলেদের পরিবারের লোকজনসহ এলাকাবাসী ধারণা করছেন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ নাদার প্রভাবে সাগরে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং সাগর উত্তাল হয়ে ওঠে। ঢেউ ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে জেলেরা ট্রলার ডুবির শিকার হয়েছেন। নিখোঁজ জেলেরা হচ্ছেন, দক্ষিণ পানপট্টি গ্রামের সৈয়দ হাওলাদার, মাসুম হাওলাদার, নজরুল ইসলাম নয়ন, রাকিব সিকদার, আঃ রব বেপারি, বোয়ালিয়া গ্রামের সিদ্দিক পাহলান, শফিউদ্দিন সিকদার, নলুয়াবাগী গ্রামের নান্নু মাতবর, মাহাবুল, ফারুক মৃধা, সবুজ, সাহাবুদ্দিন, কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের শাহিন, চুন্নু মিয়া, মোস্তফা মৃধা, জহুরুল মৃধা, বাবুল মৃধা, রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা গ্রামের মনির মাঝি, আবদুল হাই হাওলাদার, মেহেদি হাসান, শাকিল, সোহেল, শামিম, এরশাদ হোসেন, আনোয়ার হোসেন ও তুলাতলী গ্রামের অনন্ত দাস। নিখোঁজদের সন্ধান না মেলায় জেলে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। কলাপাড়ার ১০ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, লালুয়ার ১০ জেলের এখনও খোঁজ মেলেনি। ২ নবেম্বর এসব জেলে একটি নামবিহীন (শঙ্কর বাবুর) ট্রলারে সাগরবক্ষে ইলিশ শিকারে যায়। এরপর থেকে সবাই নিখোঁজ রয়েছে। এরা হচ্ছে বানাতিপাড়া গ্রামের নাসির হাওলাদার, অহিদুল গাজী, জয়নাল হাওলাদার, চান্দুপাড়া গ্রামের এছাহাক সরদার, চৌধুরীপাড়া গ্রামের শামীম হাওলাদার, নয়াকাটা গ্রামের সোহাগ হাওলাদার, পশুরবুনিয়া গ্রামের ওচমান শরিফ, মহল্লাপাড়ার জাহাঙ্গীর হাওলাদার, মেড়াউপাড়ার আইয়ুব আলী ও পশুরবুনিয়া গ্রামের নিপু শিকদার। আমতলীতে ১৩ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা থেকে জানান, তালতলী উপজেলার সকিনার এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ১৩ জেলেসহ গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। জানা গেছে, বুধবার রাতে উপজেলার সকিনা ঘাট থেকে মাছ ধরা ট্রলারটি ১৩ জেলে ও মালামাল নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ঘূর্ণিঝড় নাদার খবরে তীরে আসতে শুরু করলেও আসতে পারেনি। গত ৬ দিন ধরে ট্রলার ও জেলেদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না । নিখোঁজ জেলেরা হলো আবদুল হাই মাঝি (৫০), ইউসুফ মাল (৪০), জামাল (৩৬), ইউসুফ হাওলাদার (৪৫), খালেক (৪৪), মুনসুর (৪৫), ইউসুফ শরীফ (৫০), জিয়াউল হক (২৮), ফারুক আকন (৩৭), সুলতান (৪৮) ও খোকন গাজী (৪১)। নিখোঁজ জেলেদের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করে কোন সন্ধান পাচ্ছে না। এদের বাড়ি উপজেলার তালতলী সদর ও নিদ্রার চর গ্রামে।
×