ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৯ রাজাকারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:২৪, ৮ নভেম্বর ২০১৬

৯ রাজাকারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের দক্ষিণ সুরমার রাজাকার কমান্ডার রেহান উদ্দিন ও তার সহযোগী ৯ রাজাকারের বিচার চেয়েছে একাত্তরের শহীদ পরিবারের সন্তানরা। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের নিহত গোপেন্দ্র দাস ওরফে গফি দাসের মেয়ে মালতি দাস ও একই উপজেলার পূর্ণখলা গ্রামের নিহত নরেশ দাসের ছেলে নারায়ণ চন্দ্র দাস সংবাদ সম্মেলনে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে মালতি দাস ও নারায়ণ চন্দ্র দাস জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার কমান্ডার রেহান উদ্দিন ও তার সহযোগীরা গোপেন্দ্র দাস ও তার ৮ বছরের কন্যা মিনতি দাসকে পুড়িয়ে হত্যা করে। ঘরে বন্দী করে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। অপরদিকে রাজাকার কমান্ডার রেহান উদ্দিন ও তার সহযোগীরা উপজেলার পূর্ণখলা গ্রামের নরেশ দাসকে গুলি করে হত্যা করে। এ সব ঘটনায় রাজাকার কমান্ডার রেহান উদ্দিনকে সহযোগিতা করে দক্ষিণ সুরমা উপজেলার বীরমঙ্গল গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র রাজাকার রোয়াব আলী, পূর্ণখলা গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র রাজাকার কাইয়ুম মোল্লা, একই গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র রাজাকার মাসুক মোল্লা, উপজেলার বারইগ্রামের মৃত কটাই মিয়ার পুত্র রাজাকার জহুর আলী, রিফাতপুর গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র রাজাকার কটাই মিয়া চৌকিদার, হরগৌরী গ্রামের মৃত সুনু মিয়ার পুত্র রাজাকার আসিক মিয়া ও তার ভাই রাজাকার আরিফ মিয়া, কান্দিগ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র রাজাকার সানুর মিয়া। রাজাকার কমান্ডার ও তার সহযোগীদের বিচার চেয়ে ২০১৫ সালে সরকার ও প্রশাসনের দায়িত্বশীল মহলে লিখিত আবেদন করেন মালতি দাস ও নারায়ণ দন্দ্র দাস। চকরিয়ায় সেতু নির্মাণে ধীরগতি ॥ দুর্ভোগ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া হারবাং ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় হারবাং স্টেশন থেকে বাজার সড়কে নতুন দুটি সেতু নির্মাণ কাজে ধীরগতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রায় চার মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণ কাজ শুরু করলেও চলাচলের জন্য টেকসই বিকল্প সেতু নির্মাণ না করায় বাঁশের নড়েবড়ে বিকল্প সাঁকো দিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে এলাকার জনসাধারণ। ঠিকাদারের খামখেয়ালির কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শত শত শিক্ষার্থীসহ হাজারও মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে রয়েছেন। এ ব্যাপারে এলজিইডি চকরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ আমিন উল্লাহ বলেন, নতুন সেতু নির্মাণ কাজ শুরুর আগে ঠিকাদারি প্রতিষ্ঠান বিকল্প বাঁশের সেতু নির্মাণ করেছিলেন। কিন্তু দীর্ঘসময় হওয়ায় বাঁশের সাঁকোটি নড়েবড়ে হয়েছে। বাঁশের সাঁকোটি মেরামতের জন্য নির্দেশ দেয়া হবে।
×