ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাল নৈপুণ্য প্রদর্শনে সচেষ্ট ইমরুল

প্রকাশিত: ০৬:২৩, ৮ নভেম্বর ২০১৬

ভাল নৈপুণ্য প্রদর্শনে সচেষ্ট ইমরুল

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে আছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ খেলেছেন। প্রথম ওয়ানডেতেই ১১২ রানের ঝকঝকে একটি শতক হাঁকান। দুই ম্যাচের টেস্টেও ব্যাট হাতে রান পেয়েছেন। ইমরুল জানিয়েছেন ভাল নৈপুণ্য দেখানোর ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান। গতবারের মতো এবারও বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন। এ কারণে ওপেনিংয়ের সঙ্গী হিসেবে তামিম ইকবালকে পাবেন না। তবে যে কোন পর্যায়ে যে কোন ব্যাটসম্যানের সঙ্গে খেলেই নিজেকে মেলে ধরাই মূল লক্ষ্য বলে জানালেন ইমরুল। সোমবার সকালে দলের অনুশীলন শেষে মিরপুর একাডেমি মাঠে এসব কথা বলেন তিনি। জাতীয় দলের ওপেনিং সঙ্গী তামিম নেই, এ কারণে বোঝাপড়ারও একটা বিষয় থাকে। গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছেন এবং দলকে চ্যাম্পিয়ন করেছেন। এটাও একটা চাপ। এ বিষয়ে ইমরুল বলেন, ‘এটা তো নতুন না। বিপিএলেও এর আগে তামিম, আমি ভিন্ন দলে ওপেনিং করেছি। ও আমার প্রতিপক্ষ দলে ছিল। আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে এটা মেনে নিতে হবে। সবাই একসঙ্গে খেলবে না। ফ্র্যাঞ্চাইজি খেলা, তামিম আরেক দলে, আমি এক দলে। এটা গোটা বিশ্বেই এমন হয়। বিদেশী ও দেশীরা সবাই একটা পরিবারের মতো হয়ে গেছি। এটা দলের ফলাফলের জন্য একটা ইতিবাচক বিষয়। দেখুন এর আগেও ব্যাটিংয়ে ছন্দে ছিলাম। মাঝে হয় তো বা রান করতাম, আন্তর্জাতিক নয় বলে কেউ দেখ তো না। আমি চেষ্টা করি যেখানেই খেলি, পারফর্ম করার। এবারও চেষ্টা করব পারফর্ম করার।’ মহিলায় আনসার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বিজিবি জাতীয় কুস্তি প্রতিযোগিতা স্পোর্টস রিপোর্টার ॥ পুরুষ ও মহিলা জাতীয় কুস্তি প্রতিযোগিতায় মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ও পুরুষ বিভাগে বিজিবি চ্যাম্পিয়ন হয়েছে। মহিলা চ্যাম্পিয়ন দল আনসার পেয়েছে ৬ স্বর্ণ ও ১ রৌপ্যসহ মোট ৭ পদক। এ বিভাগে ২ স্বর্ণ ও ৬ রৌপ্যসহ ৮ পদক পেয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পুরুষ চ্যাম্পিয়ন দল বিজিবি পেয়েছে ৫ স্বর্ণ, ১ রৌপ্য ও ১ তাম্রপদক। রানার্সআপ আনসার পেয়েছে ২ স্বর্ণ, ৩ রৌপ্য ও ১ তাম্রপদক। ১ স্বর্ণ, ২ রৌপ্য ও ৪ তাম্রপদক পেয়ে তৃতীয় হয়েছে সেনাবাহিনী। সোমবার প্রতিযোগিতার সমাপনী দিনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কুস্তিগীরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটিডের প্রতিনিধি ব্র্যান্ড কর্মকর্তা আতিকুর রহমান নাহিদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যরা। এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মোট ১৬ ক্যাটাগরিতে বিভিন্ন জেলা দল, বিভাগীয় দল ও সার্ভিসেস দল থেকে মোট ১৫০ কুস্তিগীর অংশ নেন।
×