ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাঘ সাদৃশ্য জন্তুর আক্রমণে আহত ২১

প্রকাশিত: ০৬:৪৭, ৭ নভেম্বর ২০১৬

বাঘ সাদৃশ্য জন্তুর  আক্রমণে  আহত ২১

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের করিমুল্লাপুরে বাঘ প্রজাতির জন্তুর আক্রমণে ২১ জন আহত হয়েছেন। হঠাৎ করে এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার মানুষ। গ্রামবাসী জানিয়েছে, একটি বা দুটি নয় মোট বাঘ রয়েছে ৫টি। বন বিভাগ বাঘ প্রজাতির এই জন্তুগুলোকে আটক করতে খাঁচা বসালেও সেগুলো কোন প্রজাতির তা জানাতে পারেনি। গত বুধবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেতে ঘাস কাটতে যায় সদর উপজেলার করিমুল্লাহপুর গ্রামের সহিদুর রহমানের স্ত্রী নুরজাহান বেগম। এ সময় পিছন দিক থেকে তাকে থাবার পাশাপাশি প্রচ- কামড় দেয় কোন জন্তু। পরে তিনি দেখতে পান বাঘের মতো কোন এক পশুকে। তিনি জানান, ধান ক্ষেতের আইলে ঘাস কাটতে যান তিনি। এ সময় পিছন দিক থেকে থাবা দেয় ওই জন্তুটি। পিছন ফিরে দেখেন কুকুরের চেয়ে একটু বড় কালো ডোরাকাটা ধূসর রঙের কোন জন্তু।
×