ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দলে দুই নতুন সম্পাদক

সালমান রহমান ফের প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত: ০৫:৪১, ৭ নভেম্বর ২০১৬

সালমান রহমান ফের প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পদে পুনর্বহাল হলেন বিশিষ্ট শিল্পপতি ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নতুন সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের দু’জনকে এ মনোনয়ন দেন। রবিবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মধ্যে এ পর্যন্ত চার দফায় মোট ৭৭ জনের নাম ঘোষণা করা হলো। বাকি রয়েছে সভাপতিম-লীর তিনটি পদ এবং আন্তর্জাতিক সম্পাদকের একটি পদ। এই চারটি শূন্য পদও শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক চিঠির মাধ্যমে সালমান এফ রহমানকে উপদেষ্টা হওয়ার বিষয়টি জানান। সালমান এফ রহমান তাঁর শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বেসরকারী খাতের উন্নয়নে নতুন গতিবেগের সঞ্চার করবেন বলেও আশা প্রকাশ করা হয় চিঠিতে। সালমান এফ রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। ১৯৯৪ থেকে ১৯৯৬ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করা সালমান রাজনীতিতে আসেন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে। ‘সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন’ নামে একটি দল গঠন করলেও পরে তিনি যোগ দেন আওয়ামী লীগে। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে দোহার থেকে প্রার্থী হলেও পরাজিত হয়েছিলেন সালমান এফ রহমান। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মতো তাঁকেও কারাগারে যেতে হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা করেন সালমান এফ রহমানকে। পৈত্রিকসূত্রে পাওয়া একটি জুট মিল নিয়ে ১৯৬৬ সালে ব্যবসা শুরু করেন সালমান এফ রহমান ও তাঁর বড় ভাই সোহেল এফ রহমান। একাত্তরে মিলটি জাতীয়করণ হলে পরের বছর তাঁরা গড়ে তোলেন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি-বেক্সিমকো। ওষুধ তৈরির কারখানায় সেই ব্যবসার সূচনা। সেই বেক্সিমকো বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ; ৫৫ হাজার মানুষ যেখানে কাজ করছে। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, রিয়েল এস্টেট, ট্রেডিং, আইসিটি ও মিডিয়া, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, জ্বালানি, ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ- এই দশ খাতে ব্যবসা করছে বেক্সিমকো গ্রুপ। বর্তমানে বিশ্বের ৪৩টি দেশে বেক্সিমকোর পণ্য রফতানি হচ্ছে বলে তাদের ওয়েবসাইটের তথ্য দেয়া আছে। সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। ইংরেজী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বেশিরভাগ শেয়ারের মালিক তিনি। সালমান এফ রহমান এফবিবিসিআই ছাড়াও সার্ক চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের তিনি দায়িত্ব পালন করেন। দুই সম্পাদক পদে নতুন মুখ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্য থাকা দুটি সম্পাদক পদে দু’জন নতুন মুখকে মনোনীত করেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বর্তমান সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সবুরকে তিনি দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। বিদায়ী কমিটিতে এ পদে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, যাঁকে এবার উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া দলের উপ-দফতর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। যিনি আগে নতুন কমিটির কার্যনির্বাহী নির্বাহী সংসদের সদস্য ছিলেন। বিদায়ী কমিটির উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপিকে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর শেষ হওয়া ২০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১৪ সভাপতিম-লীর সদস্য, কোষাধ্যক্ষ ও চার যুগ্ম সাধারণ সম্পাদকসহ আরও ১৯ জন নির্বাচিত করেন। ২৫ অক্টোবর ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের ঘোষণা করেন সম্পাদকম-লীর আরও ২২ নাম। ২৯ অক্টোবর বিজ্ঞপ্তিতে ২৮ কার্যনির্বাহী সদস্য, দু’জন সম্পাদক ও একজন উপ-সম্পাদক, ৪২ সদস্যের উপদেষ্টাম-লীর মধ্যে ৩৮ জন, সংসদীয় বোর্ডের ১১ সদস্য এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের ১৯ সদস্যের নামের তালিকা প্রকাশিত হয়। এখনও ফাঁকা রয়েছে উপদেষ্টাম-লীর ৪টি সদস্য পদ। সর্বশেষ গত ২ নবেম্বর সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয় সাবেক এমপি হারুনুর রশীদকে।
×