ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বুধবার ঘটনাস্থলে যাচ্ছেন ১৪ দল নেতৃবৃন্দ

নাসিরনগরে হামলাকারী যেই হোক ছাড় দেয়া হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৯, ৭ নভেম্বর ২০১৬

নাসিরনগরে হামলাকারী যেই হোক ছাড় দেয়া হবে না ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল। আগামী বুধবার জোটের শীর্ষ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। একই সঙ্গে এ হামলার ঘটনা মোকাবেলায় প্রশাসনের যারা ব্যর্থ হয়েছে, অতি দ্রুত তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্ষমতাসীন এ জোট। এছাড়া বৈঠকে শরিক দলের দু’জন নেতা এ হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্ব ও কোন্দলকে দায়ী করলে আওয়ামী লীগ নেতারা তা নাকচ করে দেন। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র মোহাম্মদ নাসিমের নেতৃত্বে আগামী বুধবার ১৪ দলের প্রতিনিধি দলটি ঘটনাস্থল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাত এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। প্রতিনিধি দলে রয়েছেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ন্যাপের এনামুল হক প্রমুখ। ১৪ দলের বৈঠকে অধিকাংশ শরিক দলের নেতারা এ হামলার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি-জামায়াত জোটকে দায়ী করলেও স্থানীয় এমপি তথা প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকসহ প্রশাসনের কর্মকা-ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা। বৈঠক শেষে ব্রিফিংকালে ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নাসিরনগরে প্রতিনিধি প্রেরণের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা ভয়কে জয় করতে পারি। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মতো সক্ষমতা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রয়েছে। বরং বিএনপি নেত্রী খালেদা জিয়া জনগণকে ভয় পান বলেই নানা অজুহাত দিয়ে নির্বাচনে যেতে সাহস পান না। রবিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন, হামলা, অগ্নিসংযোগের বিষয়টিই আলোচনায় প্রাধান্য পায়। শরিক দলের নেতারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তথা মাঠ প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। তাদের মতে, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ষড়যন্ত্র-চক্রান্তকারীরা এ ধরনের ঘটনা আরও ঘটানোর সাহস পাবে। এ সময় সরকার তরফে শরিক দলের নেতারা আশ্বস্ত করে বলেন, হামলাকারী যেই-ই হোক, তাকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় গভীর চক্রান্ত রয়েছে। চক্রান্তকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কেননা স্বাধীনতাবিরোধী চক্রের গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ‘বিএনপির জনসমর্থনে ভয় পেয়ে সরকার সমাবেশ করার অনুমতি দিচ্ছে না’ মর্মে সম্প্রতি খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমাদের কার্যালয় বছরের পর বছর কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রেখেছিলেন। তারপরও আমরা টিকে ছিলাম। শত নির্যাতনের মধ্যেও আমরা ভয়কে জয় করে আপনার পতন ঘটিয়েছি। অপকর্ম করার জন্য আপনিই জনগণকে ভয় পান, আওয়ামী লীগ নয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেখানে হামলা রোধে ব্যর্থ প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত সরিয়ে দিতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতাবিরোধী চক্র নাসিরনগরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে কোন সন্দেহ নেই। সরকারের সব ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ও সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতেই এসব হামলা চালাচ্ছে।
×