ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক জুনিয়র টেনিস

বিমান ভাড়া করে ঢাকায় আসছে ক্যাটি

প্রকাশিত: ০৬:৩৪, ৬ নভেম্বর ২০১৬

বিমান ভাড়া করে ঢাকায় আসছে ক্যাটি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সোমবার থেকে ঢাকার রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।’ এই আসরে বাংলাদেশসহ ১২ দেশের ৯৬ জুনিয়র টেনিস তারকা (ছেলে ৫৯ ও মেয়ে ৩৭) অংশ নেবে। দেশগুলো হচ্ছে : স্বাগতিক বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। এই আসরের মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই হচ্ছে সপ্তদর্শী যুক্তরাষ্ট্রের ক্যাটি লাফ্রান্স। সে এই আসরের শিরোপা জিততে এতটাই মরিয়া যে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে নির্বিঘেœ ও স্বল্পসময়ে আসার জন্য চার্টার্ড বিমান ভাড়া করেছে! গার্লস জুনিয়র এককে বিশে^ ক্যাটির বর্তমান র‌্যাঙ্কিং হচ্ছে ৪৫৭। যদিও গত সেপ্টেম্বরে এরচেয়েও ভাল অবস্থানে ছিল সে (৪২০)। এ পর্যন্ত এককে সে জিতেছে ৩৫ ও হেরেছে ৩০ ম্যাচে। চলতি বছরে তার জয়-হারের খতিয়ান হচ্ছে ১৮-১৬। আর দ্বৈতের রেকর্ড হচ্ছে ৩২-২৭ (চলতি বছরের রেকর্ড ১৬-১৪)। সর্বশেষ সে খেলেছে কম্বোডিয়ায় অনুষ্ঠিত ‘টেপ খুন্না মেমোরিয়াল কাপ আইটিএফ জুনিয়র’ আসরে। সেখানে সে এককে সেমিফাইনাল এবং দ্বৈতে প্রি-কোয়ার্টার পর্যন্ত খেলে। সেখানে তার পার্টনার ছিল ফিলিপিন্সের আর ভিলানুয়েভা। এখন দেখার বিষয়, চার্টার্ড প্লেন ভাড়া করে বাংলাদেশে খেলতে এসে কতটা সফল হয় ক্যাটি। বাফুফের সভায় পাঁচ সিদ্ধান্ত স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা বাফুফে ভবনের বোর্ড রুমে কমিটির সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হছে : ১. বাফুফে রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলামের মৃত্যুতে সভায় শোক প্রস্তাব আনা এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, ২. বাফুফে নির্বাহী কমিটির সদস্য হারুনুর রশীদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হওয়ায় বাফুফের সভাপতি ও সব সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান, ৩. বাফুফের আগামী ৪ বছরের খসড়া ক্রীড়াপঞ্জি প্রকাশ করা হয়, যা আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত আকারে প্রকাশিত হবে, ৪. বাফুফের স্ট্যান্ডিং কমিটিসমূহ অনুমোদন এবং ৫. বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০১৫-১৬ থেকে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত দু’টি দল আগামী বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে সরাসরি খেলার সুযোগ পাবে এবং একটি দল অবনমিত হবে।
×