ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের ব্যর্থতা ঘুচিয়ে উঠতে চায় দুই দল

ভিন্ন ম্যাচে মাঠে নামছে আজ রিয়াল, বার্সা

প্রকাশিত: ০৬:৩২, ৬ নভেম্বর ২০১৬

ভিন্ন ম্যাচে মাঠে নামছে আজ রিয়াল, বার্সা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ১০ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে জিনেদিন জিদানের দল। দুইয়ে থাকা বার্সিলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে বেল-রোনাল্ডোরা। তবে সেই ব্যবধানটা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছে রিয়াল। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে যে খর্বশক্তির লেগানেসকে স্বাগত জানাবে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনাও। কিন্তু কাতালানদের প্রতিপক্ষ শক্তিশালী সেভিয়া। ম্যাচটিও হবে সেভিয়ার মাঠে। রোমাঞ্চকর এই ম্যাচে তাই আলাদা করেই দৃষ্টি রাখবেন ফুটবলপ্রেমীরা। স্পেনের দুই জায়ান্ট ক্লাব ছাড়াও সেল্টা ভিগো-ভ্যালেন্সিয়া, এস্পানিওল এ্যাথলেটিক বিলবাওয়ের এবং ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল বেটিস। গত মৌসুমে জিনেদিন জিদান দায়িত্ব নেয়ার পর থেকেই দুর্দান্ত খেলছে রিয়াল মাদ্রিদ। প্রথমবারেই দলকে ইউরোপ সেরার মুকুট পরান তিনি। এবার লা লিগার শিরোপা পুনরুদ্ধারে মরিয়া তারা। সেই লক্ষ্য নিয়েই মিশন শুরু করে রিয়াল মাদ্রিদ। লা লিগায় চলতি মৌসুমে এখনও পরাজয় দেখেনি লস ব্ল্যাঙ্কোসরা। ১০ ম্যাচের সাতটিতে জয় আর বাকি তিন ম্যাচে ড্র করেছে তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের শেষ ম্যাচে লেজিয়ার বিপক্ষে ড্র করে ভক্তদের রীতিমতো হতাশ করে রিয়াল মাদ্রিদ। এবার লা লিগায় জ্বলে ওঠার মিশন জিদানের শিষ্যদের। শনিবার অনুশীলনেও ঘাম ঝরিয়েছেন দলের খেলোয়াড়রা। বেল-রোনাল্ডোদের বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে। তবে বার্সিলোনার কোচ লুইস এনরিকের কপালের ভাজটা যেন একটু বাড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লীগে যে তাদেরই সাবেক কোচ পেপ গার্ডিওলার দল সিটি ৩-১ গোলের লজ্জাজনক পরাজয় উপহার দেয় বার্সিলোনাকে। সেই ম্যাচের কয়েকদিন পেরিয়ে গেলেও অবশ্য মেসির রহস্যের জট এখনও খুলেনি। প্রথমে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি ড্রেসিংরুমের সামনে গিয়ে ক্ষিপ্ত মেসি নাকি হুমকি দেন। সিটির যে ফুলার তাকে বাজে মন্তব্য করেছিল সে বাইরে আসুক- এমনই নাকি বলেন বার্সার আর্জেন্টাইন স্ট্রাইকার। কিন্তু নতুন খবর হলো, সেদিন ম্যাচের বিরতি থেকেই রগচটা মেসির তোপের সামনে পড়তে হয়েছে খেলার রেফারিদের। ম্যাচের প্রথমার্ধে রেফারির কয়েকটা সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। বিরতিতে ড্রেসিংরুমে ফেরার পথে নাকি রেফারির সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। ম্যাচ রেফারি ভিক্টর কাসালের ওপর চিৎকারও করতে শোনা যায় ফুটবলের এই মহাতারকাকে। সাধারণত এ রকম পরিস্থিতিতে বড় ধরনের শাস্তি হয় সংশ্লিষ্ট ফুটবলারের। কিন্তু উয়েফা জানিয়েছে, রেফারি তার প্রতিবেদনে মেসির বিরুদ্ধে কোন অভিযোগ আনেননি। যে কারণে কোন শাস্তির মুখে পড়তে হচ্ছে না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। বিশ্বের সেরা আক্রমণভাগের দল বার্সিলোনা। গোলমেশিন হিসেবে খ্যাত লিওনেল মেসিকে দারুণভাবে সহায়তা করে আসছেন লুইস সুয়ারেজ এবং নেইমার। ব্রাজিলিয়ান তারকা নেইমার অবশ্য তার স্বদেশী ফিলিপ কৌটিনহোকে ন্যু ক্যাম্পে নিয়ে আসার পরিকল্পনা করছেন। ব্রাজিল জাতীয় দলে নেইমার-কৌটিনহো বেশ কয়েক বছর ধরেই খেলছেন। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাও দারুণ। মূলত এ কারণেই লিভারপুল তারকার সঙ্গে বার্সিলোনায় সতীর্থ হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন নেইমার। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলতে বার্সা যখন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মাঠে যায়, তখন সেখানে এসে কাতালান তারকাদের সঙ্গে দেখা করেন ২৪ বছর বয়সী কৌটিনহো।
×