ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলারির জয় কামনায়-

প্রকাশিত: ০৫:৫৭, ৬ নভেম্বর ২০১৬

হিলারির জয় কামনায়-

শ্রীলঙ্কার জাফনায় তামিলদের একটি গ্রুপ হিলারি ক্লিনটনের জন্য আশীর্বাদ কামনায় নারকেল ভাঙবে এবং মোমবাতি প্রজ্বালন করবে। তারা বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থীর জয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তামিল নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় প্রাদেশিক পরিষদের তামিল ন্যাশনাল এ্যালায়েন্সের (টিএনএ) সদস্য এমকে শিবাজিলিঙ্গম জানান, তারা হিলারির জয় কামনায় ৮ নবেম্বর এক হাজার ৮টি নারিকেল ভাঙবেন। তিনি আরও জানান, নাল্লুরে জাফনার ঐতিহাসিক কান্দসামি কোভিলে নারিকেল ভাঙার এই অনুষ্ঠান হবে। এছাড়াও জাফনা ক্যাথেড্রালে এক হাজার ৮টি মোমবাতি প্রজ্বালন করা হবে। শিবাজিলিঙ্গম বলেন, শ্রীলঙ্কার তামিলরা মনে করে, তারা একমাত্র যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই রাজনৈতিক সমাধান খুঁজে পেতে পারে এবং হিলারির জয় দেশের সংখ্যালঘুদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। গত মাসে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সেনা অধিকৃত ভূমি থেকে ফিরতে এবং উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সেনাবাহিনীর ভূমিকা হ্রাসে লঙ্কান সরকারের প্রতি আহ্বান জানান। ২০০৯ সালে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদীদের প্রায় তিন দশকের লড়াইয়ের অবসান ঘটে। এই লড়াইয়ে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়। এরপর থেকে জাতিগত তামিলরা দেশটির উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি করে আসছে। -এনডিটিভি
×