ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৯

প্রকাশিত: ০৪:২৬, ৬ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটে দম্পতি, চুয়াডাঙ্গায় চালকসহ দুই, ঠাকুরগাঁওয়ে পরীক্ষার্থী, সিলেটে বৃদ্ধা, নওগাঁয় ভ্যানযাত্রী, কক্সবাজার ও গাজীপুরে দুই যুবক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জয়পুরহাট ॥ ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের বটতলীতে শুক্রবার রাত ৯টায় একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। জানা গেছে, ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র হায়বত হোসেন (৩০) তার স্ত্রী জেসমিন আক্তারকে (২৬) নিয়ে উপজেলার শিশি নাজিরপাড়ার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি আসার পথে ওই স্থানে ধাক্কা লাগে। ঘটনাস্থলে তার স্ত্রী মারা যায়। হায়বত হোসেনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় বগুড়ায় নেয়ার পথে কালাই উপজেলার পাঁচশিড়া বাজারে সে মারা যায়। চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের মনোহরপুরে দুটি বাসের সংঘর্ষে দুজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল পৌনে দশটার দিকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহনের একটি বাস জীবননগর কাউন্টার থেকে ছেড়ে দর্শনার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে দর্শনা থেকে শাপলা পরিবহনের একটি বাস জীবননগরে আসছিল। বাস দুটি মনোহরপুরে পৌঁছলে একটি শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু গাড়িকে সাইড দিতে গেলে সংঘর্ষে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আলমসাধু গাড়িটি মাঝখানে পড়ে এর চালক সাইদুল ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হয়েছেন বাসের ১৬ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে স্বপন (৩৫) নামের একজন মারা যান। নিহত স্বপন পুর্বাশা পরিবহনের হেলপার ছিলেন বলে জানা গেছে। আহত ১৬ জনের মধ্যে চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও ॥ বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভানোর ঝলঝলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভানোর গ্রামের করিমের ছেলে ও ধনিরহাট উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সালাম রাতে প্রাইভেট পড়া শেষ করে মোটরসাইকেল চালিয়ে নেকমরদ থেকে বাড়ি যাচ্ছিল। পথে ভানোর ঝলঝলি মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সিলেট ॥ গোয়াইনঘাটে অটোরিক্সার চাপায় এক বৃদ্ধা নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার নওয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আদরিণী রানী চন্দ্র (৬০) তার নাতনি প্লে­গ্রুপের শিক্ষার্থী শ্রাবণী রাণী চন্দ্রকে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হন। তারা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সিলেটগামী একটি নম্বরবিহীন অটোরিক্সা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। এতে নাতনি এবং গাড়িতে থাকা বিদেশগামী যাত্রী মুহিবুর রহমান ও তার ভাই সাজ্জাদুর রহমান গুরুতর আহত হন। নওগাঁ ॥ শুক্রবার রাতে সাপাহার উপজেলার তেঘরিয়া মোড়ে চার্জার ভ্যানের সঙ্গে বাঁশবোঝাই ট্রলির সংঘর্ষে লতিফর রহমান (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সাপাহার বাজার থেকে যাত্রীবাহী একটি চার্জার ভ্যান ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রী লতিফর রহমান ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত লতিফর উপজেলার বড়ডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দীনের পুত্র। কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে ওয়ান নাইন নামে এক প্রবাসী রাখাইন যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ওয়ান নাইন শহরের ক্যাংপাড়া এলাকার মং হ্লা ও মাষানরী রাখাইনের পুত্র। গত ৮ মাস আগে সে দুবাই থেকে দেশে আসে। বার্মিজ স্কুল রোডে জিনিয়াস কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। এ ঘটনায় আহত শচীন ও সাঈদ কক্সবাজার শহরের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় উখিয়া কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ॥ গাজীপুরে শনিবার সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুই আরোহী আহত হয়েছে। নিহতের নাম জাহিদ হোসেন (২৪)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বিলাসপুর এলাকার আবুল কালামের ছেলে। গুরুতর আহত গাজীপুর সিটি কর্পোরেশনের ছায়াবিথী এলাকার সবুজ মিয়ার ছেলে নাজমুল ও রমজান আলীর ছেলে জনিকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জয়দেবপুর থানার এসআই আব্দুল আজিজ ও এলাকাবাসী জানায়, সেভেন রিং কোম্পানির একটি কাভার্ডভ্যান সিমেন্ট বোঝাই করে শনিবার দুপুরে গাজীপুর জেলা শহর জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে জয়দেবপুর-পূবাইল সড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের নীলের পাড়া মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই কাভার্ডভ্যানের সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে জাহিদ মারা যায়।
×