ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনিশ্চয়তার মুখে ভারত-ইংল্যান্ড সিরিজ!

প্রকাশিত: ০৬:৩৬, ৫ নভেম্বর ২০১৬

অনিশ্চয়তার মুখে ভারত-ইংল্যান্ড সিরিজ!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-ইংল্যান্ড সিরিজ ঘিরে বইছে চরম উত্তেজনা। এমনিতে তুমুল প্রতিদ্বন্দ্বী দু’দল, দুই দেশ মাঠের বাইরে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করা তিন মোড়লের অন্যতম। তার ওপর এবারের সিরিজটা দীর্ঘ পাঁচ টেস্টের! দুই পরাশক্তির লড়াই দেখতে অধীর অপেক্ষায় অগণিত ক্রিকেটপ্রেমী মানুষ। বাংলাদেশ সফর করে এ্যালিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছে। বুধবার রাজকোটে প্রথম টেস্ট দিয়ে শুরু ময়দানী লড়াই। সবকিছু ঠিকঠাক। ঝামেলা বাধিয়েছে লোধা কমিটির সুপারিশে ভারত সুপ্রিম কোর্টের সেই নির্দেশ। আদালত যেখানে ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) দৈনন্দিন ক্রিকেটীয় খরচ বহনের ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়েছে। এটি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, বিসিসিআই অতিথি ইংলিশ বোর্ডকে (ইসিবি) সফরে তাদের খরচ বহন করার অনুরোধ জানিয়েছে! বিশ্বের সবচেয়ে ধোনি ক্রিকেট খেলিয়ে দেশে এমন ঘটনা আলোচনার খোরাক জোগাতে বাধ্য। ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজার ফিল নেলকে দেয়া চিঠিতে বিসিসিআই সচিব অজয় শিরকে লিখেছেন, ‘ডিয়ার ফিল, ভারত সফরে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমান পরিস্থিতিতে চুক্তি অনুযায়ী বিসিআই আপনাদের ভারত সফরের খরচ মেটাতে পারছে না! এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ উল্লেখ্য, আইপিএলে দুর্নীতি, বোর্ডের অনিয়মসহ হাজারো সমস্যা খুঁজে বের করতে সাবেক প্রধান বিচারপতি লোধার নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়। শুরু থেকেই এই কমিটির সঙ্গে বিসিসিআইর দ্বন্দ্ব চলে আসছে। আদালতের রায়ে ৩ নবেম্বরের মধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে লোধা কমিটির সঙ্গে দেখা করতে বলা হয়েছিল। গত ২১ অক্টোবর কোর্ট আরও বলেছিল, এই সময়ের মধ্যে বোর্ডকে জানাতে হবে, তারা কমিটির প্রস্তাব মানতে রাজি। বোর্ড কর্তারা দেখা করেননি, এমনকি আন্ডারটেকিংও দেননি। লোধা কমিটির বিশ্বস্ত সূত্রের দাবি ঠাকুরদের এগুয়েমির জন্যেই আজ অনিশ্চয়তার মুখে ভারত-ইংল্যান্ড সিরিজ। ভারত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী একজন অডিটর নিয়োগ এবং আইপিএলের টেন্ডার নিয়ে সব তথ্য ৮ নবেম্বরের মধ্যে লোধা কমিটিকে জানাতে হবে। পুনরায় মনে করিয়ে দেয়া হয়, বিসিসিআই প্রেসিডেন্টকে অবশ্যই লিখিত আন্ডারটেকিং দিয়ে বলতে হবে যে তারা কোর্টের নির্দেশ অনুযায়ী কমিটির সব প্রস্তাব মেনে নেবে। লোধা কামিটির পক্ষ থেকে বিসিসিআইকে পাঠানো বার্তায় বলা কমিটির সচিব শঙ্কর নারায়ণ লিখেছেন, ‘গোটা দেশে যাতে ক্রিকেট ক্যালেন্ডারের কোন ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে বিসিসিআইর উচিত সুপ্রিম কোর্টের দেয়া ১৮ জুলাই, ৭ অক্টোবর এবং ২১ অক্টোবরের রায় অনুসরণ করা।’
×