ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক হায়েনা’

প্রকাশিত: ০৬:১৭, ৫ নভেম্বর ২০১৬

‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক হায়েনা’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলারীদের বিচার ও শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক হায়েনা’ সেøাগানে গান, কবিতা ও নাটকের মাধ্যমে প্রতিবাদ জানায় সাংস্কৃতিক কর্মীরা। জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, মুক্তিযুদ্ধের গবেষক মফিদুল হক, নাট্যজন ঝুনা চৌধুরী, চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, বাংলাদেশ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য রফিকুল ইসলাম, পথনাট্য পরিষদের সহসাধারণ সম্পাদক আখতারুজ্জামান কিরণ প্রমুখ। সমাবেশের শুরুতে গণসঙ্গীত সমন্বয় পরিষদ বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রীস্টান, বাংলার মুসলিম আমরা সবাই বাঙালিÑ এই গান গেয়ে প্রতিবাদ জানায়। সভাপতির বক্তব্যে গোলাম কুদ্দুস বলেন, কোন ব্যক্তির অপরাধের জন্য কোন জাতি-গোষ্ঠীকে দায়ী করা যাবে না। যারা ব্যক্তির অপরাধকে কোন সম্প্রদায়ের অপরাধ হিসেবে বিবেচনা করছে, তারা একটি রাজনৈতিক উদ্দেশ্যে সেই সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে যে হামলা চালানো হয়েছে, মন্দির ভাংচুর করা হয়েছে, তা স্বাধীন বাংলাদেশ কখনও গ্রহণ করে না। এ হামলা সংবিধানের ওপর হামলা, এ হামলা মুক্তিযুদ্ধের চেতনার ওপর হামলা, এ হামলা বাঙালীর হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর হামলা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছিল আজকে দ্বিতীয় দফায় সে হামলার পুনরাবৃত্তি ঘটেছে। আমরা এ ঘটনার নিন্দা ও ধিক্কার জানাই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। হাসান আরিফ বলেন, যারা সংবিধান দিবসে হামলা চালিয়ে ৬টি বাড়িতে অগ্নিসংযোগ করেছে তারা স্বাধীনতার বিরোধী শক্তি। তারা সংবিধানে বিশ^াস করে না। মুক্তিযুদ্ধের বাংলাদেশ এক হুমকির মুখে পড়েছে।
×