ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের অপেক্ষা বাড়াল লেজিয়া

প্রকাশিত: ০৬:২২, ৪ নভেম্বর ২০১৬

রিয়ালের অপেক্ষা বাড়াল লেজিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ পুঁচকে লেজিয়া ওয়ারশর বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু জয় দূরে থাক, একপর্যায়ে হারের শঙ্কাই ভর করেছিল! শেষ পর্যন্ত অবশ্য হারতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে পোলিশ ক্লাব লেজিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে রিয়াল। এই ড্র’র কারণে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে খেলার অপেক্ষা বাড়লো গ্যালাক্টিকোদের। তবে এই গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলোর টিকেট পেয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। তারা ১-০ গোলে হারায় পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপিকে। চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ডর্টমুন্ড। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আগের তিন ম্যাচেই জয় পেয়েছিল ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। তবে চতুর্থ ম্যাচে এসে জয়রথ থেমেছে ক্লাউডিও রানিয়েরির দলের। ডেনিশ ক্লাব কোপেনহেগেনের সঙ্গে গোলশূন্য ড্র করে অতিথি লিচেস্টার। গ্রুপের আরেক ম্যাচে পোর্তো ১-০ গোলে হারায় ক্লব ব্রুগেকে। বড় জয়ে নকআউট পর্বের কাছাকাছি পৌঁছে গেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। ‘এইচ’ গ্রুপের ম্যাচে সেভিয়া ৪-০ গোলে হারায় ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবকে। গ্রুপের আরেক ম্যাচে শক্তিশালী জুভেন্টাসকে তাদেরই মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে ফরাসী ক্লাব লিও। আর মাত্র দুটি গোল করলেই চ্যাম্পিয়ন্স লীগের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু লেজিয়া ওয়ারশর বিরুদ্ধে গোল করা তো দূরে থাক, নিষ্প্রভই হয়ে ছিলেন পর্তুগীজ তারকা। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়বঞ্চিত হয় রিয়াল। নিষেধাজ্ঞার কারণে ওয়ারশর পোলিশ আর্মি স্টেডিয়ামে কোন দর্শক প্রবেশ করতে দেয়া হয়নি। দর্শকশূন্য মাঠে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ম্যাচ শুরুর একমিনিট যেতে না যেতেই ওয়ারশর জালে বল জড়িয়ে রেকর্ড গড়েন গ্যারেথ বেল। ৫৫ সেকেন্ডে করা বেলের এই গোলটিই চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের দ্রুততম গোলের নতুন রেকর্ড। ৩৫ মিনিটে করিম বেনজামা ম্যাচের দ্বিতীয় গোল করেন বেলের পাস থেকে। শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দারুণভাবে খেলায় ফেরে ওয়ারশ। ৪০ মিনিটে এক গোল পরিশোধ করেন ওডিজা ওফো। বিরতির পর ৫৮ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন ওয়ারশর সার্বিয়ান মিডফিল্ডার মিরোসøাভ রাডোভিচ। ৮৩ মিনিটে ৩-২ গোলে এগিয়ে যায় ওয়ারশ। গোল করেন থাইবল্ট মউলিন। এ সময় হয়তো হারের আশঙ্কাই ভর করেছিল রিয়াল সমর্থকদের মনে। কিন্তু ৮৫ মিনিটে গোল করে ৩-৩ ব্যবধানে সমতা ফেরান রিয়ালের মিডফিল্ডার মাটেও কোভাচিচ। নিজেদের মাঠে এই ওয়ারশকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল রিয়াল। ফিরতি লেগের ম্যাচে জয় পেলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেত জিনেদিন জিদানের শিষ্যদের। প্রিমিয়ার লীগের শিরোপাধারী লিচেস্টার প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ লীগে খেলতে এসে প্রথম তিনটি ম্যাচে জয় তুলে নিলেও কোপেনহেগেনে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। পারকেন স্টেডিয়ামে পরাজয়ের হাত থেকে রক্ষা পাওয়া লিচেস্টার অবশ্য দারুণ এক রেকর্ড গড়েছে। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে অভিষেকে খেলতে নেমে চ্যাম্পিয়ন্স লীগে প্রথম চারটি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো ফক্সেসরা। ম্যাচ শেষে লিচেস্টার কোচ ক্লাউডিও রানিয়েরি বলেন, ১০ পয়েন্ট ভাল হলেও যথেষ্ট নয়। পোর্তো আমাদের খুব কাছাকাছি রয়েছে। তবে আমরা নিজেদের লক্ষ্যে স্থির আছি। গত তিন মৌসুমের ইউরোপা লীগের বিজয়ী সেভিয়া জয়ের ধারা অব্যাহত রেখেছে। টেবিলের তলানিতে থাকা ডায়নামো জাগরেবকে উড়িয়ে দেয় তারা। ড্র দিয়ে মিশন শুরু করা জুভেন্টাস আবারও ড্র করেছে লিওর সঙ্গে। নিজেদের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে ১৩ মিনিটে গঞ্জালো হিগুয়াইনের পেনাল্টি গোলে এগিয়ে গেলেও ৮৫ মিনিটে অতিথি লিওকে সমতায় ফেরান করেনটিন টলিসো।
×