ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা চতুর্থ শিরোপায় চোখ মাশরাফির

প্রকাশিত: ০৬:১৯, ৪ নভেম্বর ২০১৬

টানা চতুর্থ শিরোপায় চোখ মাশরাফির

স্পোর্টস রিপোর্টার ॥ যে দলটির দায়িত্ব নিয়েছেন তারাই সর্বোচ্চ সাফল্য পেয়েছে। বাংলাদেশ দলকে ওয়ানডে ও টি২০ ক্রিকেটে নেতৃত্ব শুরুর পর ঈর্ষণীয় সাফল্য এসেছে তার অধীনে। সেই মাশরাফি বিন মর্তুজা জনপ্রিয় ঘরোয়া টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সবগুলো আসরেই শিরোপা হাতে তুলেছেন। ২০১২ ও ২০১৩ সালের বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স আর গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। এবার চতুর্থ শিরোপা হাতে তোলার মিশন তার। কিন্তু সেজন্য ভাল শুরু অতীব জরুরী বলে মনে করেন মাশরাফি। ভারসাম্যপূর্ণ দল নিয়ে এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয়ী দেখতে চান তিনি। দলে থাকা বেশ কয়েকজন তরুণ উদীয়মান ক্রিকেটারকে নিয়ে আশা দেখছেন দারুণ কিছুর। এবার বিপিএলে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট বিজয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ খেলবেন রাজশাহী কিংসের হয়ে। গত বছর দেশের ক্রিকেটে যোগ হয়েছিল পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। মাশরাফি মনে করেন মুস্তাফিজ-মিরাজরা সবেমাত্র শুরু করেছে। কিন্তু ১০ বছর এভাবে দেশকে ভাল কিছু দিতে পারলেই বাংলাদেশ দল এগিয়ে যাবে এমনটাই দাবি তার। আজ শুরু হবে বিপিএলের চতুর্থ আসর। জাতীয় দলে সহযোদ্ধারা এবার প্রতিপক্ষ। আজ প্রথম ম্যাচেই সাব্বির রহমান থাকছেন মাশরাফির প্রতিপক্ষ রাজশাহী কিংসে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘বলার কিছু নেই। যে যার দল নিয়ে খেলবে। বেস্ট খেলাটার চেষ্টাই করবে। অবশ্যই তারা ভাল দল করেছে। আমাদের দলটাও আল্লাহর রহমতে বেশ ভাল। এখন যারা ভাল খেলবে তারাই জিতবে।’ তবে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে মাশরাফি মনে করেন তা অনেকদূরের ব্যাপার। আগে ভাল একটা শুরু দরকার। এ বিষয়ে তিনি বলেন, ‘এতদূর ভাবার তো কিছু নাই। দল যা আছে ভাল খেলার চেষ্টা করতে হবে শুরু থেকেই। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভাল শুরু পাই তাহলে ছন্দটা সাথে থাকলে সামনের ম্যাচগুলো খেলতে কিছুটা হলেও সহজ হবে। দল মোটামুটি ভারসাম্যপূর্ণ আছে। চ্যাম্পিয়নশিপের কথা বলা কঠিন। আপনি সেরা দল নিয়ে খেললেই যে সবসময় চ্যাম্পিয়ন হবেন বা ভাল খেলবেন এমন আশা করাও ঠিক না। কারণ এমন হয়ও না। মাঠে যারা ভাল খেলবে তারাই ভাল করবে।’ কিছুদিন আগেই ওয়ানডে এবং এরপর টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা খেলেছে লঙ্গার ভার্সন জাতীয় ক্রিকেট লীগ। কয়েকদিনের ব্যবধানেই এখন টি২০ ম্যাচ খেলতে হবে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘অবশ্যই, খেলার মধ্যে থাকা একটা সুবিধাজনক ব্যাপার। খেলোয়াড়দের জন্য এটা সাহায্য করবে। কিন্তু আপনি যদি জাতীয় দলের কথা চিন্তা করেন এটা ভিন্ন পরিবেশ। তারপরও খেলার ভিতর থাকলে একটা খেলোয়াড় টাচে থাকে। কন্ডিশন তখন দ্রুত মানিয়ে নেয়া যায়।’ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতে নতুন এক সাফল্য যোগ করেছে বাংলাদেশ দল নিজেদের ক্রিকেট ইতিহাসে। ১৯ বছর বয়সী তরুণ অফস্পিনার মিরাজ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। গত বছর পেসার মুস্তাফিজ যোগ হয়েছিলেন জাতীয় দলে। তরুণদের নিয়ে তিনি বলেন, ‘আপনি যদি খেয়াল করেন আরও বেশি তরুণ খেলোয়াড় আছে যারা এবার খুব ভাল পারফর্ম করেছে লীগে। আমি আশাবাদী তারা ভাল করলে আমাদের দল ভাল করবে। মিরাজ খুবই ভাল ক্রিকেটার। শোনা না নিজের চোখেই দেখা। একই মাঠে অনুশীলন করেছি, খুবই কঠোর পরিশ্রম করে। আশা করব সে নিয়মিতভাবে এটা করবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে আপনি প্রথম যখন খেলবেন অনেক কিছু সহজ হয়ে যায়। যখন আপনি ভবিষ্যতে পারফর্ম করতে থাকবেন তখন আপনাকে নিয়ে আরও বেশি বিশ্লেষণ হবে। তখন আপনার কাজটা আরও কঠিন হবে। একটা কথাই আছে এক-দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্ট করতে হয়। কারণ পারফর্মেন্স লেভেলটা শুরুতে যেমন থাকে অন্যান্য দল এত বেশি বিশ্লেষণ করে তখন আপনার পারফর্মেন্স কমতে শুরু করে। একই সময়ে যেটা আলোচনায় নেই, মিরাজ খুবই ভাল ব্যাটসম্যান। যেটা ও করতে পারেনি কিন্তু আমি নিশ্চিত এটা ওকে বুস্ট আপ করবে। আমি মুস্তাফিজের ক্ষেত্রেও একই কথা বলব, বাংলাদেশ দলে এসে খেলা একটা জিনিস আর ১০ বছর সার্ভিস দেয়া আরেকটা জিনিস। ও যদি বাংলাদেশ দলকে ১০ বছর সার্ভিস দিতে পারে তাহলে দ্রুতই বাংলাদেশের ক্রিকেট বদলে যাবে।’ ইংল্যান্ডের বিরুদ্ধে জয়টা খেলোয়াড় হিসেবে গর্বিত করেছে মাশরাফিকে। তবে ম্যাচ জেতার পর দায়িত্ব অনেক বেড়েছে। তিনি বিশ্বাস করেন টেস্ট ম্যাচ জয়ের কারণে সামনে বাংলাদেশ অনেক টেস্ট ম্যাচে ভাল খেলবে। কারণ জয়টা আসলে ভবিষ্যতে আত্মবিশ্বাসের পর্যায়টা অনেক ভাল থাকে।
×