ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

প্রকাশিত: ০৫:৪২, ৪ নভেম্বর ২০১৬

এবার ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ এবার ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টায় নেমে পড়েছে দুর্বৃত্তরা। শহর ও শহরতলীর মসজিদ, মাদ্রাসায় দুর্বৃত্তরা তালা মেরে পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি সাঁটিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় বিশিষ্ট আলেমদের নিয়ে তাৎক্ষণিক সভা করেছেন। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হয়েছে। নাসিরনগরে মন্দিরে হামলা ও ভাংচুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হলো। এদিকে পবিত্র কাবা শরীফের ছবি ব্যঙ্গ করে মহাদেবের মূর্তি বসিয়ে দেয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতারকৃত রসরাজ দাসকে কারাগার থেকে কড়া নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলামের নামে প্রতিষ্ঠিত শহরের ভাদুঘরে জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান ফটকে ২টি তালা মেরে দেয় দুর্বৃত্তরা। সেই সঙ্গে পবিত্র কাবা শরীফের ছবির উপর মূর্তি বসিয়ে বিরাট পোস্টার সাঁটিয়ে দেয়া হয়। ভোরে মাদ্রাসার ছাত্ররা এ দৃশ্য দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে। একইভাবে শহরের কাউতলী জামে মসজিদ ও শহরতলীর বিজেশ্বরে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় একই কায়দায় পোস্টার সাঁটানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা ও পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি জানান। সদর থানা পুলিশ খবর পেয়ে মাদ্রাসায় পৌঁছে তালা ভেঙ্গে গেট খুলে দেয়। একের পর এক এসব ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সৃষ্ট পরিস্থিতিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় জেলার শীর্ষ আলেমদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলার প্রধান মুফতি মোবারক উল্লাহ, ভাদ ঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মনিরুজ্জামান সিরাজী, দারুল আহকাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদুর রহমান, কাজীপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস প্রমুখ। সভায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার জন্য মাওলানাদের পক্ষ থেকে দাবি জানানো হয়। জেলার সম্প্রীতি রক্ষা এবং উত্তেজনা নিরসনে সকলের সাহায্য ও সহায়তা কামনা করা হয় বৈঠকে। সভায় আগামী শনিবার জেলার সকল মসজিদ, মাদ্রাসার ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক ডাকা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, জেলা ও আশপাশে জেলার বিভিন্ন প্রেসে অভিযান চালানো হয়েছে। তবে পোস্টার ছাপানোর সঙ্গে জড়িত এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থলে তদন্ত কমিটি ॥ নাসিরনগরে মন্দিরে হামলা ও ভাংচুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের ভাংচুর মামলায় আসামি দেখানো হয়েছে। পুলিশের গ্রেফতার অভিযান চলছে। থানা থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। এদিকে পবিত্র কাবা শরীফের ছবি ব্যঙ্গ করে মহাদেবের মূূর্তি বসিয়ে দেয়ার ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতারকৃত রসরাজ দাসকে কারাগার থেকে কড়া নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটি প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি সদস্য ক্ষতিগ্রস্ত মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা মন্দিরের পুরোহিত মামলার বাদীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধীজনদের সঙ্গে কথা বলেন। জাসদের সংবাদ সম্মেলন ॥ নাসিরনগরের ঘটনাস্থল পরিদর্শন করেছে জাসদের একটি প্রতিনিধি দল। জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপির নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল সেখানকার বাড়িঘর ও মন্দির পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় শিরীন আক্তার বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। তিনি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এ সময় জাসদের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মির্জা মোঃ আনোয়ারুল হক সহ-সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জুসহ জেলা জাসদনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার বিএনপির একটি প্রতিনিধি দল সরজমিনে দেখতে নাসিরনগর আসছে। বিএনপির উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলটি সকালে ব্রাহ্মণবাড়িয়া হয়ে নাসিরনগরে যাবেন।
×