ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় বোনের পর ছোট বোনকে ভারতে পাচার ॥ গণপিটুনি

প্রকাশিত: ০৪:৩৬, ৪ নভেম্বর ২০১৬

বড় বোনের পর ছোট বোনকে ভারতে পাচার ॥ গণপিটুনি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বড় বোনকে ভারতে পাচারের সাড়ে সাতমাস পর ছোট বোনকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গণপিটুনির শিকার হয়েছে শফিকুল ইসলাম (৪২) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার যশোর শহরের মনিহার এলাকায়। এই ঘটনায় শফিকুল এবং ছোট বোনের ভগ্নিপতি হাফিজুরকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। শফিকুল ইসলাম মনিরামপুর উপজেলার বড়সালামতপুর গ্রামের সুলতান গাজীর ছেলে। আর হাফিজুর রহমান সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আব্দুলের ছেলে। যশোরের বাঘারপাড়া উপজেলার চম্পাতলা গ্রামের এক ব্যক্তি এজাহারে উল্লেখ করেছেন, মাস তিনেক আগে তার ছোট মেয়ের সঙ্গে মোবাইল ফোনে আসামি শফিকুল ইসলাম কথা বলে। সে সময় তাকে ভাল চাকরির প্রলোভন দেখায় শফিকুল। প্রতিদিন কথা বলার এক পর্যায়ে শফিকুল ছোট মেয়েকে ফুসলিয়ে ভারতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের করে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে শহরের মনিহারের সামনে নিয়ে আসে। সে সময় তার এলাকার কিছ লোকজন ছোট মেয়েকে চিনতে পারে এবং তার সঙ্গে শফিকুলকে দেখে। শফিকুলকে লোকজন জিজ্ঞাসা করলে সে জানায়, ভারতসহ বিভিন্ন দেশে সে লোক পাঠায় চাকরি দিয়ে। এই মেয়েকে পাঠানো হবে। গত ১৬ ফেব্রুয়ারি তার বড় বোনকে ভারতে পাঠানো হয়েছে। সে বর্তমানে মুম্বাই শহরে আছে। এই কথা শোনার পর সেখানে থাকা লোকজন শফিকুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ভূ-গর্ভস্থ পানি পুনঃব্যবহারে ইটিপি প্লান্টের উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ নবেম্বর ॥ বিশ্বের পরিবেশবান্ধব নিট পোশাক কারখানা নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশনসে ভূÑগর্ভস্থ পানি পুনঃব্যবহারে জার্মানির আধুনিক প্রযুক্তির ইটিপি প্লান্টের উদ্বোধন করা হয়েছে। এই প্রযুক্তিতে ডাইং কারখানার নির্গত বর্জ্য পানি পরিশোধনের পর তা পুনরায় ব্যবহার করা যাবে। পরিশোধনের পর পানি এতটাই পরিশোধিত যে তা খাওয়ার উপযোগী। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার নরসিংহপুর এলাকায় অবস্থিত প্লামি ফ্যাশনস কারখানায় জার্মানির ক্রেতা প্রতিষ্ঠান লিডলের পরিচালক মিস্টার রেইন কিন ইটিপি প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডাইং কারখানার নির্গত বর্জ্য পানি পরিশোধনের পর তা পান করেন তিনি। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডব্লিউএসটি এ্যাডভাইজার ও ওয়াটার সেভিং টেকনোলজির ডক্টর ওলফ্রাম এনজেল, প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, পরিচালক ফয়সল পরাগ, রঞ্জন ধর প্রমুখ। প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ সাবেক সভাপতি ফজলুল হক জানান, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমাতে এবং সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি কমাতে-ভূ-গর্ভস্থ পানি পুনঃব্যবহার করা জরুরী। এই কারণে জার্মানির পোশাক ক্রেতা প্রতিষ্ঠান লিডলের সহায়তায় প্লামি ফ্যাশনসে সর্বাধুনিক প্রযুক্তির ইটিপি প্লান্ট স্থাপন করা হয়। পদ্মায় নাব্য সঙ্কট ॥ শিমুলিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এবার শিমুলিয়া ঘাটে নাব্য সঙ্কটে রো রো ফেরি বন্ধ হয়ে গেছে। এমনিতেই চ্যানেলের লৌহজং টার্নিংয়ে নাব্য সঙ্কটে প্রায় চার মাস ধরে ফেরি সার্ভিস বিঘিœত হচ্ছে। এর পর ঘাটের এই নাব্য সঙ্কট যেন মড়ার উপর খাঁড়ার ঘা। এতে দেশের প্রধান ফেরি সার্ভিস শিমুলিয়া-কাওড়াকান্দিতে যাত্রী বিড়ম্বনা চরম আকার ধারণ করেছে। উভয় পাড়ে অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৬শ’ যান। এর মধ্যে শিমুলিয়া ঘাটেই প্রায় ৪শ’ যান অপেক্ষার প্রহর গুনছে। ফেরি সার্ভিসটি সচল রাখা হয়েছে শুধু পাঁচটি টানা ফেরি, তিনটি কে টাইপ ফেরি ও দুটি ছোট ফেরি দিয়ে। বহরের ১৬টি ফেরির মধ্যে ৩টি রো রোসহ ৬টি ফেরিই অলস বসে আছে। এই পরিস্থিতির জন্য বিআইডব্লিউটিসি দায়ী করছে বিআইডব্লিউটিএ’র অবহেলাকে। তাই ৩ নম্বর রো রো ফেরিঘাট এখন পুরোপুরি বন্ধ। এই ঘাট বন্ধ থাকায় যেমন রো রো ফেরি চলতে পারছে না, আবার অন্য ফেরিগুলোও এই প্রধান ঘাট ব্যবহার করতে পারছে না। বার বার তাগিদ দেয়া সত্ত্বেও পানি কমে গেলেও ঘাটে নাব্য রোধে যথাসময়ে ড্রেজিং করা হয়নি। কিন্তু এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র সংশ্লিষ্টদের ফোন করেও কথা বলা সম্ভব হয়নি। বিআইডব্লিউটিসি’র এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, শিমুলিয়া ঘাটে এখন রো রো ফেরি ভিড়তে পারছে না। বুধবার বেলা ১১টা থেকে রো রো ফেরি বন্ধ রয়েছে। বহু তাগিদ দিয়েও সুফল আসছে না। চেক বিতরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন কেবল স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ৭ কোটি ৬৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মগনামা ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এ চেক বিতরণ করেন। তিন লাখ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে ৫নং সøুইস গেট এলাকায় বিজিবি এ অভিযান চালায়। বিজিবি জানান, টেকনাফ সদর বিওপির জওয়ানরা নাফ নদীর কেওড়া বাগান স্থানে অভিযান চালিয়ে ইয়াবার বড় চালানটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৯ কোটি টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
×