ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বদির অব্যাহতি দেয়ার বিষয়টি দেখবে দুদক'

প্রকাশিত: ০০:৩৯, ৩ নভেম্বর ২০১৬

বদির অব্যাহতি দেয়ার বিষয়টি  দেখবে দুদক'

স্টাফ রিপোর্টার॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ (উত্থিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে অব্যাহতি দেয়ার আদেশের বিরুদ্ধে দুদককে আপীলের পরামর্শ দেয়া হয়েছে। মামলার সাক্ষ্য-প্রমাণ ও রায় পর্যালোচনা করে এ আপীলের পরামর্শ দেয়া হয়। দুদক বলছে, বিষয়টি তারা খতিয়ে দেখবে। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান দুদক কৌশলী খুরশীদ আলম খান।সম্পদের তথ্য গোপনের দায়ে সংসদ সদস্য বদিকে তিন বছরের কারাদন্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত -৩। তবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।
×