ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢামেকে তরুণী ধর্ষণ : তদন্ত কমিটি হচ্ছে

প্রকাশিত: ২৩:১৯, ৩ নভেম্বর ২০১৬

ঢামেকে তরুণী ধর্ষণ : তদন্ত কমিটি হচ্ছে

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) আনসার সদস্য কর্তৃক তরুণী ধর্ষণের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে । ঢামেকের উপ-পরিচালক ডা: খাজা আব্দুল গফুর এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় ঢামেকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডা: খাজা আব্দুল গফুর বলেন, আমরা পত্রিকার মাধ্যমে আনসার সদস্য কর্তৃক ঢামেকে তরুণী ধর্ষণের সংবাদ জেনেছি। এ ব্যাপারে কেউ আমাদের অভিযোগ করেনি। তবে আমরা ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। আজকেই এই তদন্ত কমিটি গঠন করা হবে। আগামী শনিবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ২০ বছর বয়সী এক তরুণী রোগীকে ধর্ষণের অভিযোগ ওঠে ঢামেক হাসপাতালে দায়িত্বরত ছয় আনসার সদস্যের বিরুদ্ধে। পরে তাদের প্রত্যাহার করা হয়েছে। মাইগ্রেনের ব্যাথা নিয়ে ওই তরুণী গত শুক্রবার রাতে চিকিৎসা নিতে ঢামেকে আসলে ধর্ষণের শিকার হয়। পরে তাকে ঢামেকের গাইনি বিভাগে এবং রোববার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। অভিযুক্ত আনসার সদস্যরা হলেন, আমিনুল, ইকরামুল, আতিকুর, সিরাজুল, মিনহাজুল ও বাবুল।
×