ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মে. জে. আবুল হোসেন বিজিবির নয়া মহাপরিচালক

প্রকাশিত: ০৪:২৮, ৩ নভেম্বর ২০১৬

মে. জে. আবুল হোসেন বিজিবির নয়া মহাপরিচালক

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদে নিযুক্ত করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। একই আদেশে বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল আজিজ আহমদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্রবাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে। স্বর্ণ চোরাচালান মালয়েশীয় নারীর ১৪ বছর জেল কোর্ট রিপোর্টার ॥ স্বর্ণ চোরাচালান মামলায় বাসলিনা বিনতে রাজা মালেক নামে মালয়েশিয়ার এক নারীর ১৪ বছরের জেল হয়েছে। বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষে এ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কারাদ-ের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদ-ও করেছে আদালত। ২০১৪ সালের ২৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এক এয়ারলাইন্সের আসা বাসলিনার দেহ তল্লাশি চালিয়ে এক কেজি ওজনের ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। পানিতে চলবে বাইক পানি দিয়ে চলবে মোটরবাইক। মাত্র ১ লিটার পানি মোটরসাইকেলের ট্যাঙ্কে ভরলেই পাক্কা পাঁচশ’ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে। ব্রাজিলের এক বিজ্ঞানী এই মোটরবাইক তৈরি করেছেন। -ওয়েবসাইট এবার তরকারিওয়ালী এবার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন এক তরকারিওয়ালী। নেপালে তরকারি বেচার সময় এই সুন্দরী মেয়েটি এক শৌখিন ফটোগ্রাফারের নজরে আসে। সুন্দরী তরকারিওয়ালীর ছবি তুলে টুইটারে ছাড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। -এনডিটিভি
×