ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্যাক্স প্রদানে গরিবদের ছাড়, বিত্তশালীদের নয় ॥ মেয়র

প্রকাশিত: ০৪:০৪, ৩ নভেম্বর ২০১৬

ট্যাক্স প্রদানে গরিবদের ছাড়, বিত্তশালীদের নয় ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বার্ষিক ৫৫ কোটি টাকা ভর্তুকি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পরিচালনা করতে হচ্ছে। আগামীতে উন্নয়ন কর্মকা-ের জন্য প্রায় আড়াই হাজার ডিপিপি সরকারের কাছে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনের অর্ধেকেরও কম কর্মচারী-কর্মকর্তা নিয়ে চসিক চলছে। এরপরও আগামী তিন বছরের মধ্যে নাগরিক সেবার প্রতিটি খাতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মতব্যক্ত করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার দুপুরে নগরীর সিনিয়র্স ক্লাবে চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, এ নগরীকে সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ নেয়ার পরও কী কী প্রতিবন্ধকতা রয়েছে, তা তিনি তুলে ধরেন। তিনি বলেন, নগরবাসীকে ট্যাক্স প্রদানে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। এ ট্যাক্স কর্পোরেশন ধার্য নয়। সরকার থেকে যা ধার্য করে দেয়া হয় তাই আদায়ের ব্যবস্থা নেয়া হয়। অথচ এ নিয়ে নগরবাসীর মাঝে ভুল বোঝাবুঝি রয়েছে, যা ঠিক নয়। অপরদিকে কর্পোরেশনে জনবল সঙ্কট প্রকট। প্রতিটি বিভাগে আগে ভারপ্রাপ্তদের দিয়ে কাজ চালানো হয়েছে। এখন অনেক ক্ষেত্রে তা মুক্ত করা হয়েছে। তিনি বলেন, নগরীর নতুন রাস্তাঘাট করার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এমনকি ফ্লাইওভারও। কিন্তু পরবর্তীতে এসব পরিচালনার দায়িত্ব বর্তায় কর্পোরেশনের ওপর। এক্ষেত্রে নগরবাসীর পক্ষ থেকে বিত্তবানরা ট্যাক্স প্রদান না করলে কর্পোরেশনের পক্ষে উন্নয়ন কর্মকা-ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তিনি বলেন, ট্যাক্স প্রদানে গরিবদের ছাড় দেব, বিত্তবানদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। বর্তমানে এ কর্পোরেশনে জনবলের কোন অগ্রানোগ্রাম নেই। দীর্ঘ ২৮ বছর আগে যে অগ্রানোগ্রাম হয়েছে তার নিয়োগবিধি এখনও অনুমোদন হয়নি। ফলে ইতোপূর্বে থেকে যেনতেনভাবে লোক নিয়োগের মাধ্যমে যে কর্মকা- চলে আসছিল তাতে কর্পোরেশনের বহুক্ষেত্রে ক্ষতি ডেকে এনেছে। ৭৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ লাইন অপসারণ/সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় গত ২৬ দিনে (৬-৩১ অক্টোবর) ১টি সিএনজি, ৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ২৪টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের প্রায় ১২৯.৯২ কি.মি. অবৈধ বিতরণ পাইপলাইনসহ ৭৭,২৬০টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ এবং ব্যবহার দ-নীয় অপরাধ। সংশ্লিষ্ট সকলকে সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। -বিজ্ঞপ্তি
×