ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানামা পেপার্স

নওয়াজ পরিবার নিয়ে তদন্তের নির্দেশ সুপ্রীমকোর্টের

প্রকাশিত: ০৮:১৬, ২ নভেম্বর ২০১৬

নওয়াজ পরিবার নিয়ে তদন্তের নির্দেশ সুপ্রীমকোর্টের

জনকণ্ঠ ডেস্ক ॥ পানামা পেপার্সে নাম আসার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রীমকোর্ট। গত ৯ জুলাই ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) পানামার ল’ ফার্ম মোওস্যাক ফনসেকার গোপন নথি ফাঁসে রথী-মহারথীদের কর ফাঁকির চিত্র উঠে আসে। সেখানে বেনামে সম্পদ গড়ার অভিযোগে রাজনীতিবিদসহ বিশ্বের বিভিন্ন অঙ্গনের প্রভাবশালীদের লম্বা তালিকা দেয়া হয়। খবর ওয়েবসাইটের। ওই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সন্তানদের নামও আসে। তাদের বিরুদ্ধে অর্থ পাচার করে যুক্তরাজ্যে সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেন। দুর্নীতির অভিযোগ তুলে ইমরান খান নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নওয়াজের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। পিটিআই প্রধান ইমরান খান ২ নবেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অচল করে দেয়ার হুমকিও দিয়েছিলেন। কিন্তু ১ নবেম্বর সুপ্রীমকোর্ট নওয়াজ পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিশন গঠনের নির্দেশ দেয়ায় ওই হুমকি থেকে সরে আসেন ইমরান। পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, সুপ্রীমকোর্ট পিটিআই এবং পাকিস্তান মুসলিম লিগ উভয় দলকে পানামা পেপার্সে ফাঁস হওয়া তথ্য নিয়ে তদন্তের জন্য কমিশন গঠনে তাদের শর্তাবলী জানাতে বলেছে। আদালতের পক্ষ থেকে আরও বলা হয়, ‘কমিশন সরাসরি সুপ্রীমকোর্টের কাছে তদন্ত প্রতিবেদন দেবে।’
×