ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বড় লিড হারারে টেস্টে

প্রকাশিত: ০৫:৪৩, ২ নভেম্বর ২০১৬

শ্রীলঙ্কার বড় লিড হারারে টেস্টে

স্পোর্টস রিপোর্টার ॥ হারারে টেস্টে বড় লিড নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। চতুর্থদিন এ রিপোর্ট লেখার সময় বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। যখন দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪৭ রান করা রঙ্গনা হেরাথদের লিড ৪১১ রানের! দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার দিমুথ করুনারতেœ (১১০)। এছাড়া ৬৪ রান করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। জিম্বাবুইয়ের হয়ে ৪ উইকেট নেন অভিষিক্ত কার্ল মুম্বা। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের ৫৩৭-এর জবাবে ৩৭৩ রান করে ড্রয়ের আশা জিইয়ে রেখেছে স্বাগতিকরা। যেখানে টেলএন্ডারদের নিয়ে আট নম্বর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ‘চমক’ দেখিয়েছেন অধিনায়ক গ্রেয়ামে ক্রেমার (১০২*)! সেলফির অত্যাচারে মিরাজ! স্পোর্টস রিপোর্টার ॥ তারকাখ্যাতি পেয়ে গেলে তা যে ভুবনেই হোক, ভক্ত-সমর্থকদের আবদারে পড়তেই হবে। এখনতো সেই আবদার মেটাতে হয় সেলফিতে। সেই সেলফির আবদার এত বেশি হয়ে যায় যে তা অত্যাচারে পরিণত হয়। যেমন হচ্ছে সদ্য ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতার নায়ক মেহেদী হাসান মিরাজের বেলাতে। খুলনায় পা রাখার পর থেকেই মিষ্টি মুখতো চলছেই। ফুলের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন। সুযোগ পেলেই মিরাজের সঙ্গে কোলাকুলি, করমর্দনের সুযোগ কেউই হাতছাড়া করছেন না। এরসঙ্গে যোগ হয়েছে সেলফির আবদারও, বলতে গেলে অত্যাচারও। তাতে যেন কাবু হয়ে পড়েছেন মিরাজ। ভক্তদের ভালবাসার বিড়ম্বনায় পড়ছেন মিরাজ। তাই বলে একেবারেই ক্ষিপ্ত নন তিনি। সোমবার রাতে নিজ শহর খুলনায় পৌঁছান। এরপর থেকে ব্যস্ত সময় অতিক্রম করে চলেছেন মিরাজ। রাতে গাড়ি থেকে নেমে নিজ ঘরে প্রবেশের পর উৎসুক ভক্তদের উদ্দেশে বলেছিলেন, মঙ্গলবার সবার সঙ্গে দেখা করবা। তা করেছেনও। তার সে কথা রক্ষা করতে ভোর থেকে দিনভর ভক্তদের সঙ্গে সাক্ষাত ও সেলফির সাথী হতে হাস্যোজ্জ্বল মিরাজ অনেকটা ক্লান্ত। ভক্তদের ভিড়ে রাস্তায় নামলেও খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাকে। এলাকার সবাই ঘরের ছেলেকে কাছে পেয়ে উল্লাসে মেতে উঠছেন।
×