ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএস প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৪:১৮, ২ নভেম্বর ২০১৬

বিসিএস প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সরকারী কর্মকমিশনের (পিএসসি) প্রকাশিত ফলে ৮ হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আ ই ম নেছারউদ্দিন জানান, টেলিটক মোবাইল থেকে চঝঈ লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। তিনি আরও বলেন, লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, মাত্র এক মাস একদিনের মধ্যে আমরা প্রিলিমিনারির ফল প্রকাশ করতে পেরেছি। দুই লক্ষাধিক পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও আমরা এটা করতে সক্ষম হয়েছি। ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই ঘণ্টা সময়ে মোট ১০টি বিষয়ের ওপর ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়েছে এবার। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজী ভাষা ও সাহিত্যে ৩৫ করে ৭০, বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০, সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ১৫, গাণিতিক যুক্তিতে ১৫, মানসিক দক্ষতায় ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন ছিল। সাধারণ ক্যাডারে মোট ৪৬৫ জনসহ মোট ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দেয়ার জন্য চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন ছাড়াও পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, সমবায় ক্যাডারে নয়জন, ডাকে নয়জন, আনসার ক্যাডারে সাতজন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সাতজন, ইকোনমিক ক্যাডারে ছয়জন, তথ্য ক্যাডারে ছয়জন ও রেলওয়ে ক্যাডারে একজন নিয়োগ করা হবে। সবচেয়ে বয়সী ওরাংওটাং এটি বিশ্বের সবচেয়ে বয়সী ওরাংওটাং। এটির বয়স ৬০ বছর। অস্ট্রেলিয়ার পার্থের একটি চিড়িয়াখানায় রয়েছে এই ওরাংওটাংটি। গিনেজ কর্তৃপক্ষ এটিকে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বয়সী ওরাংওটাং হিসেবে স্বীকৃতি দিয়েছে। -ইউপিআই পোষা প্রাণী প্রদর্শনী সিডনির ম্যানলিতে শুরু হয়েছে পোষা প্রাণীদের প্রদর্শনী। এখানে দেশটির নানা প্রান্ত থেকে অনেকে পোষা প্রাণী নিয়ে আসছে। এদের মধ্যে একজনকে সোমবার প্রিয় বেড়ালকে কাঁধে নিয়ে আসতে দেখা যায়।-এএফপি
×