ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, অচেতন করে টাকা লুট

প্রকাশিত: ০৮:৩৩, ১ নভেম্বর ২০১৬

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, অচেতন করে টাকা লুট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুলিস্তানে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে। একটি বেসরকারী কোম্পানির কর্মচারী সর্বস্ব খুইয়েছেন। দুর্বৃত্তরা তাকে অচেতন করে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এদিকে পান্থপথে হামদর্দ পাবলিক কলেজের ক্যান্টিনে রান্না ঘরের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দুইজন দগ্ধ হয়েছে। ডিবি পুলিশ রাজধানীতে ৩৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীর শনিরআখড়ার স্বপন মৃধা রোডের একটি নির্মাণাধীন ভবনের ৪র্থ তলা থেকে পড়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম খলিল খাঁ। বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। তিনি শনিরআখড়ার আব্দুল গনি রোডের একটি বাড়িতে সপরিবারে ভাড়ায় থাকতেন। অজ্ঞানপার্টির খপ্পরে এক যুবক ॥ বিকেলে গুলিস্তানে অজ্ঞানপার্টির সদস্যরা একটি বেসরকারী কোম্পানির কর্মচারী ওয়াজেদ আলীকে (৩৫) অচেতন করে নগদ পৌনে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার বিকেলে গুলিস্তান বাসস্ট্যান্ডের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। দুইজন দগ্ধ ॥ পান্থপথে হামদর্দ পাবলিক কলেজের ক্যান্টিনে রান্না ঘরের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, ক্যান্টিনের বাবুর্চি রুজাতুল ইসলাম (৩০) ও তার সহকারী রাকিবুল ইসলাম (২৫)। পরে বিকেল সাড়ে ৫টায় তাদের ঢাকা মেডিক্যাল কলে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রুজাতুলের শরীরের ৩৮ শতাংশ এবং রাকিবুলের পুরো শরীর পুড়ে গেছে। ৩৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সোমবার ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান। লালবাগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশু মারাত্মক দগ্ধ ॥ ইসলামবাগে সোমবার বিকেলে জানালা দিয়ে বিদ্যুতের তার জড়িয়ে থাকা ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাকিব (১১) নামে এক শিশু মারাত্মক দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাস নালীর কিছু অংশও পুড়ে গেছে। দগ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক।
×