ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ থেকে ফের শুরু প্রিমিয়ার লীগ ফুটবল

প্রকাশিত: ০৫:৫৯, ১ নভেম্বর ২০১৬

আজ থেকে ফের শুরু প্রিমিয়ার লীগ ফুটবল

স্পোটর্স রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে আবারও শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘের। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে উত্তর বারিধারা ক্লাব। দর্শকদের মাঠে আনতে অভিনব ব্যবস্থা নিয়েছে বাফুফে। এই ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি গিয়ে খেলা দেখতে দর্শকদের কোন অর্থ খরচ করতে হবে না। বরং তারা কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গ্যালারিতে গিয়ে খেলা দেখলে ওই টিকেটের নম্বরের র‌্যাফেল ড্র হলে জিতে নিতে পারেন এলইডি টিভি, মোটরসাইকেল এবং স্মার্ট ফোনসহ আকর্ষণীয় সব পুরস্কার। ১১ ম্যাচে ৫ জয়, ৪ ড্র এবং ২ হারে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শেখ জামাল। পক্ষান্তরে ৩ জয়, ৬ ড্র এবং ২ হারে ষষ্ঠ স্থানে আছে আরামবাগ। প্রথম লেগে ১১ ম্যাচ থেকে শেখ রাসেলের প্রাপ্তি ৮ পয়েন্ট। ২ জয়, ২ ড্র এবং ৭ ম্যাচেই হেরেছে দলটি। ১২ দলের লীগে রাসেলের অবস্থান ১১ নম্বরে। অবনমনের খ—গ ঝুলছে দলটির ওপর। প্রথম লেগে দুটি বড় দল শেখ রাসেল এবং মোহামেডানকে হারলেও পয়েন্ট টেবিলের সবশেষেই অবস্থান উত্তর বারিধারার। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট (২ জয় এবং ৯ হার)। বিদেশীরা ম্যাচের নিয়ামক হলেও স্থানীয় ফুটবলারও পাল্লা দিচ্ছে। প্রথম পর্বে ১২ দলের ১৮৪ গোলের ৯২ স্থানীয়দের, ১৮ বিদেশীদের ৮৯টি; আত্মঘাতী ৩টি। শীর্ষ গোলদাতা আবাহনীর সানডে চিজোবা (৯)। জামালের ওয়েডসন ও ব্রাদার্সের এনকোচা কিংসলের গোল ৮টি। ওয়েডসন চলে যাওয়ায় সানডের প্রতিদ্বন্দ্বী এনকোচা। স্থানীয়দের মধ্যে বেশি গোল (৫টি) চট্টগ্রাম আবাহনীর জাহিদ, মোহামেডানের তৌহিদুল আলম সবুজ ও মুক্তিযোদ্ধার তৌহিদের। দ্বিতীয় রাউন্ডে নতুন ভেন্যু গোপালগঞ্জে হবে ১৮তম রাউন্ড। ঢাকায় দুই পর্ব শেষে ১৪তম রাউন্ড ময়মনসিংহে; পরবর্তী তিন রাউন্ড চট্টগ্রামে। সিলেটে ২১তম রাউন্ড। ১৯ ও ২০তম এবং শেষ রাউন্ড ঢাকায়। মধ্যবর্তী দল বদলে আবাহনীর সানডে, লি টাক, সামাদ ইউসুফের সঙ্গে ব্রিটিশ স্ট্রাইকার জোনাথন ব্রাউনকেও দলভুক্ত করেছে। চট্টগ্রাম আবাহনী নিয়েছে ভুটানের চেনচো জেইলশেন ও সেøাভাকিয়ান ম্যাকো ভিলিয়ামকে। আছেন লিওনেল প্রিউক্স, তারিক আল জানাবি ও এলিসন, এদের একজনকে বাদ দেয়ার কথা আছে। শেখ রাসেল ফিকরু, পল এমিল ও ইকাঙ্গাকে বাদ দিয়ে নিয়েছে হাইতিয়ান এ্যাটাকিং মিডফিল্ডার সেবাস্তিয়ান থুরিয়ে, মিসরের আহমেদ সাইদ ও জাম্বিয়ার মুসাকুমা চিপুনিউকে। হাইতির ওয়েডসন চলে যাওয়ায় ওতেজেরিকে ফেরাচ্ছে শেখ জামাল। রেলিগেশন এড়াতে বারিধারা ব্রাজিলিয়ান লিওনার্দো ভিয়েরা লিমা, সকার ক্লাব নাইজিরিয়ান আলামি ওয়েইয়েমিকে নিয়েছে।
×