ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চেতনা ফিরেছে খাদিজার বাঁ হাত ও পায়ে

প্রকাশিত: ০৫:৫৪, ১ নভেম্বর ২০১৬

চেতনা ফিরেছে খাদিজার বাঁ হাত ও পায়ে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বখাটে বদরুলের চাপাতির কোপে আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসারত সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার শারীরিক অবস্থার আর একধাপ উন্নতি হয়েছে। তার বামপাশ এতদিন অবশ অবস্থায় থাকলেও এখন তিনি একটু চেতনা ফিরে পেয়েছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন। আগামী সপ্তাহে তার মাথার বাম দিকে অস্ত্রোপাচার করা হতে পারে। সোমবার বিকেলে খাদিজার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার বাবা মাসুক মিয়া বলেন, সে এখন তার বাম পাশে কিছুটা নাড়াচড়া করতে পারে। এতে বুঝা যাচ্ছে বাম পাশে চেতনা ফিরে আসছে। তবে খুব বেশি নয়। জ্ঞান ফিরলেও পরিবারের সবাইকে সে চিনতে পারছে না। কথাগুলোও অস্পষ্ট। মাসুক মিয়া বলেন. তার বাম হাত ও পায়ে ডাক্তারা এখন বিভিন্ন ধরনের ব্যায়াম করাচ্ছেন। দুই/তিন সপ্তাহের মধ্যে তাতে অস্ত্রোপচার করা হবে। খাবার হিসেবে তাকে এখন খিচুড়ি, নরম ভাতের সঙ্গে জেলি, লাচ্ছি ও জুস খেতে দেয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, খাদিজার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হচ্ছে।
×