ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হারবাল এক্সপো উদ্বোধন

পাঁচ বছরে ৫ কোটি নিম গাছ লাগাবে ফাউন্ডেশন

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ অক্টোবর ২০১৬

পাঁচ বছরে ৫ কোটি নিম গাছ লাগাবে ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার ॥ ইউনানি ও আয়ুর্বেদিক শাস্ত্রে নিমের বিকল্প নেই। নিমের উপকারিতা উপলব্ধি করে বাংলাদেশ নিম ফাউন্ডেশন আগামী পাঁচ বছরে ৫ কোটি নিম গাছ রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনা বাস্তাবায়নে সরকার সার্বিক সহযোগিতা করবে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ খাতে উন্নয়নের কথা উল্লেখ রয়েছে। সেই ধারাবাহিকতায় গত কয়েক বছরে ইউনানি ও আয়ুর্বেদিক শিল্পের যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। ভবিষ্যতে খাতটির উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘পঞ্চম জাতীয় নিম সম্মেলন এবং তৃতীয় হারবাল ওয়ার্ল্ড এক্সপো-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ নিম ফাউন্ডেশন (বিএনএফ) আয়োজিত দুদিনের এই এক্সপো শেষ হবে আজ শনিবার। এক্সপোতে কয়েকটি স্টলে ভেষজ ওষুধসামগ্রী প্রদর্শিত হচ্ছে। এছাড়া ওষুধ নির্দেশিকা বিতরণ করা হচ্ছে। ‘বাংলাদেশের অতি পরিচিত রোগ ও হামদর্দ হলিস্টিক চিকিৎসা’, ‘পারিবারিক চিকিৎসা’সহ কয়েকটি বই বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। রয়েছে নিম গাছের উপকারিতাসম্পৃক্ত লিফলেট।
×