ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে গুলিসহ

আটক বিমান যাত্রীকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে

প্রকাশিত: ০৫:৩২, ২৯ অক্টোবর ২০১৬

 আটক বিমান যাত্রীকে থানা থেকে ছেড়ে  দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নভোএয়ার বিমানের এক যাত্রীর ব্যাগে শটগানের গুলি থাকায় ওই যাত্রীকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ ওই যাত্রীকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সোয়া সাতটায় ওই যাত্রীকে থানা হতে ছেড়ে দেয়া হয়। সূত্র মতে, রংপুর শহরের বাবুখাঁ এলাকার মৃত আবু আহমেদ মূর্তুজার ছেলে ঠিকাদার আবু আহমেদ সিদ্দিক পারভেজ (৬০) তার মেয়ে, জামাতা ও নাতিসহ নভোএয়ারের বিমানে শুক্রবার সকাল নয়টা ৩০ মিনিটের ঢাকা যাওয়ার উদ্দেশে রংপুর হতে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। যাত্রী চেক পয়েন্টে তিনি তার প্যান্টের পকেট থেকে কিছু দ্রব্যাদি নিরাপত্তা বিভাগের ঝুড়িতে রেখে দেন। সেখানে ওই দ্রব্যাদির সঙ্গে শটগানের একটি তাজা কার্তুজ নজরে আসে নিরাপত্তা কর্মীদের। তারা ওই যাত্রীকে আটক করে রাখলেও ওই যাত্রীর মেয়ে -জামাতা ও নাতি নাতনিকে বিমানে ঢাকা যাওয়ার সুযোগ করে দিলে তারা বিমানে ঢাকা চলে যায়। এরপর সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা আটক ওই যাত্রীকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক বিমানযাত্রী আবু আহমেদ সিদ্দিক পারভেজ সৈয়দপুর থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অস্ত্র ও গুলি তার বৈধ। তিনি আগ্নেয়াস্ত্র সঙ্গে নেননি। তবে একটি গুলি তার পকেটে ভুলবশত চলে এসেছিল। এ সময় ওই যাত্রী তার আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজপত্র সংবাদকর্মীদের কাছে প্রদর্শন করেন। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ওই যাত্রীকে অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জিজ্ঞাসাবাদ করেন। তিনি বৈধ কাগজপত্র প্রদর্শন করেছেন। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করার পর সন্ধ্যা সোয়া ৭টায় তাকে ছেড়ে দেয়া হয়।
×