ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুরাইনে চুলার আগুন দগ্ধ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০১:৩২, ২৮ অক্টোবর ২০১৬

জুরাইনে চুলার আগুন দগ্ধ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর জুরাইনের একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ শিশু রনির (১০) মৃত্যু হয়েছে। সাতদিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় তার বাবা-মাসহ চারজন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, শিশু রনি শরীরে ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় অন্য দগ্ধরা হচ্ছেন, শিশু রনির বাবা মোঃ আবুল কালাম আজাদ (৪৬), মা জেসমিন বেগম (৩৫), ফুফু শারমিন (২২) এবং আরও একজন। উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জুরাইনের পোস্তাগোলার একটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনে আগুন লেগে একই পরিবারের চারজনসহ ৫জন দগ্ধ হয়। ঢামেকে চিকিৎসাধীন জেসমিন জানান, রান্না ঘরে তার স্বামী সিগারেট জ্বালাতে গেলে চুলার গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে বাসায় আগুন ধরে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। জানা যায়, দগ্ধদের মধ্যে আবুল কালাম আজাদের শরীরের ৬০ শতাংশ, তার স্ত্রী জেসমিনের ৩৮ শতাংশ এবং আজাদের ভাতিজির শরীরের ৩৫ শতাংশ ঝলসে গেছে।
×